আইপিএল-এ দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হায়দরাবাদের, সামগ্রিক পরিসংখ্যানে একনজরে
কলকাতা, ২০ এপ্রিল (হি.স.): শনিবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজা
আইপিএল-এ দিল্লি ক্যাপিটালস মুখোমুখি হায়দরাবাদের


কলকাতা, ২০ এপ্রিল (হি.স.): শনিবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে দিল্লি ক্যাপিটালস বনাম সানরাইজার্স হায়দরাবাদ ম্যাচ। এই ম্যাচ খেলতে নামার আগে পয়েন্ট টেবিলে হায়দরাবাদ রয়েছে চতুর্থ স্থানে। তারা ছয় ম্যাচ থেকে তারা পেয়েছে ৮ পয়েন্ট। আর দিল্লি ক্যাপিটালস রয়েছে ষষ্ঠ স্থানে। ৭ ম্যাচ থেকে তারা পেয়েছে ৬ পয়েন্ট।

ম্যাচের আগে জেনে নিন হেড-টু-হেড পরিসংখ্যান:

আইপিএলে ডিসি বনাম

এসআরএইচ হেড-টু-হেড:

**ম্যাচ হয়েছে : ২৩ টি

**দিল্লি ক্যাপিটালস জিতেছে: ১১টি

**সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে: ১২টি

**শেষ ফলাফল: সানরাইজার্স হায়দরাবাদ ৯ রানে জয়ী (২০২৩)।

অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলে ডিসি বনাম এসআরএইচ হেড-টু-হেড:

**ম্যাচ হয়েছে : ৬টি

**দিল্লি ক্যাপিটালস জিতেছে: ১টি

**সানরাইজার্স হায়দরাবাদ জিতেছে: ৫টি

**শেষ ফলাফল: সানরাইজার্স হায়দরাবাদ ৯ রানে জয়ী (২০২৩)।

অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলে ডিসি সার্বিক রেকর্ড:

**ম্যাচ হয়েছে: ৭৭টি

**দিল্লি ক্যাপিটালস জিতেছে: ৩২টি

**দিল্লি ক্যাপিটালস হেরেছে: ৪৩টি

**শেষ ফলাফল: চেন্নাই সুপার কিংসের কাছে ৭৭ রানে হেরেছে (২০২৩)।

দিল্লি ক্যাপিটালস সর্বোচ্চ স্কোর: ২৩১/৪(২০) বনাম পাঞ্জাব কিংস (২০১১)।

দিল্লি ক্যাপিটালস সর্বনিম্ন স্কোর: ৬৬(২০) বনাম মুম্বই ইন্ডিয়ান্স (২০১৭)।

হিন্দুস্থান সমাচার /শান্তি




 

 rajesh pande