ভোট প্রচারের জন্য জামিন চাইলেন সিসোদিয়া, আপত্তি জানাল সিবিআই
নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচনের প্রচারের জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের
ভোট প্রচারের জন্য জামিন চাইলেন সিসোদিয়া


নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচনের প্রচারের জন্য দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন জানালেন আম আদমি পার্টি (এএপি)-র নেতা মনীশ সিসোদিয়া। যদিও তাঁর এই আবেদনে আপত্তি জানিয়েছে সিবিআই। সিসোদিয়ার আবেদনের প্রেক্ষিতে শুনানি হবে আগামী ৩০ এপ্রিল। মনীশ সিসোদিয়া শনিবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে অন্তর্বর্তীকালীন জামিনের আবেদন প্রত্যাহার করেন, লোকসভা নির্বাচনের প্রচারের জন্য তিনি অন্তর্বর্তীকালীন জামিন চেয়েছেন।

মনীশ সিসোদিয়ার নিয়মিত জামিনের আবেদনের বিরোধিতা ও আপত্তি জানিয়েছে সিবিআই। সিবিআই আদালতে বলে, তাঁকে জামিন দেওয়া উচিত নয়, কারণ তাঁকে এই মামলার মাস্টারমাইন্ড হিসাবে আখ্যায়িত করা হয়েছে। দিল্লির আবগারি নীতি সম্পর্কিত সিবিআই এবং ইডি-র মামলায় নিয়মিত জামিন চেয়ে মনীশ সিসোদিয়ার জামিনের আবেদনের ওপর রায়দান সংরক্ষিত রেখেছে আদালত। আগামী ৩০ এপ্রিল এ বিষয়ে শুনানি হবে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande