২০২৬ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির কোচ থাকছেন নাগলসমান
বার্লিন, ২০ এপ্রিল (হি.স.): আগামী জুন–জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ ঘরের মাঠে খেলবে জার্মানি। গুঞ্জন চল
২০২৬ বিশ্বকাপ পর্যন্ত জার্মানির কোচ থাকছেন নাগলসমান


বার্লিন, ২০ এপ্রিল (হি.স.): আগামী জুন–জুলাইয়ে ইউরো চ্যাম্পিয়নশিপ ঘরের মাঠে খেলবে জার্মানি। গুঞ্জন চলছিল ইউরো শেষেই জার্মানির প্রধান কোচের দায়িত্ব ছেড়ে দেবেন ইউলিয়ান নাগলসমান। তিনি ফিরে যাবেন তার প্রাক্তন ঠিকানা বায়ার্ন মিউনিখে। কিন্তু তা হচ্ছে না। জার্মানি জাতীয় দলেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নাগলসমান। এ নিয়ে জার্মান ফুটবল ফেডারেশনের (ডিএফবি) সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি হয়েছে তার।

গত বছরের সেপ্টেম্বরে হানসি ফ্লিককে সরিয়ে ডিএফবি নাগলসমানকে দায়িত্ব দিয়েছিল ২০২৪ ইউরো পর্যন্ত। তাঁর অধীনে এখন পর্যন্ত ৬টি ম্যাচ খেলেছে জার্মানি। জিতেছে ৩টি, হেরেছে ২টি ও ড্র করেছে ১টি ম্যাচ। আর এই ৩টি জয়ের মধ্যে ২টি আবার দুই পরাশক্তি নেদারল্যান্ডস ও ফ্রান্সের বিপক্ষে।

হিন্দুস্থান সমাচার /শান্তি




 

 rajesh pande