ওডিশায় নৌকাডুবি : শোকপ্রকাশ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রীর, যথাযথ পদক্ষেপ নেওয়ার নির্দেশ
রায়পুর, ২০ এপ্রিল (হি.স.) : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ওডিশার ঝাড়সাগুড়ার মহানদী নদীতে
ছত্তিশগড়েরমুখ্যমন্ত্রী সাই ওড়িশায় নৌকা দুর্ঘটনায় শোক প্রকাশ করে যথাযথ ব্যবস্থারনির্দেশ দিয়েছেন


রায়পুর, ২০ এপ্রিল (হি.স.) : ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই ওডিশার ঝাড়সাগুড়ার মহানদী নদীতে নৌকাডুবির ঘটনায় শোক প্রকাশ করেছেন। এই দুর্ঘটনায় নৌকাডুবে ৭ জনের মৃত্যু হয়েছে। তিনি রায়গড় জেলা প্রশাসনকে ঝাড়সুগুড়া প্রশাসনের সঙ্গে যৌথভাবে উদ্ধারকাজ চালানোর নির্দেশ দিয়েছেন।

শুক্রবার গভীর রাতে সাই বলেন, ওডিশার ঝাড়সুগুড়া জেলার শারদা গ্রামের কাছে পাথর সেনি মন্দিরে অবস্থিত মহানদীতে নৌকাডুবির কারণে এক ব্যক্তির মৃত্যুর ঘটনা অত্যন্ত দুঃখজনক। তবে স্বস্তিদায়ক বিষয় এটাই যে এই দুর্ঘটনায় ৪৫ জন নৌকাযাত্রীকে উদ্ধার করা সম্ভব হয়েছে। যদিও এখনও একজন যাত্রী নিখোঁজ রয়েছেন, তাঁর খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।

হিন্দুস্থান সমাচার / অর্পিতা




 

 rajesh pande