কংগ্রেস সর্বদাই দরিদ্র, দলিত ও কৃষকদের উন্নয়নের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে : প্রধানমন্ত্রী
নান্দেদ, ২০ এপ্রিল (হি.স.): কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মো
 প্রধানমন্ত্রী


নান্দেদ, ২০ এপ্রিল (হি.স.): কংগ্রেসের তীব্র সমালোচনা করলেন প্রধানমন্ত্রী তথা বিজেপি নেতা নরেন্দ্র মোদী। শনিবার মহারাষ্ট্রের নান্দেদে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী বলেছেন, কংগ্রেস সর্বদাই দরিদ্র, দলিত, বঞ্চিত, শ্রমিক ও কৃষকদের উন্নয়নের সামনে প্রাচীর হয়ে দাঁড়িয়েছে। এখন এনডিএ সরকার দরিদ্রদের জন্য কোনও কাজ করলে কংগ্রেস তা নিয়ে মজা করে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, কংগ্রেস কয়েক দশক ধরে মহারাষ্ট্র এবং বিশেষ করে বিদর্ভ ও মারাঠওয়াড়ার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে কাজ করেছে। কংগ্রেসের মনোভাবের কারণেই এখানকার কৃষকরা দরিদ্র হয়ে গেলেন, শিল্প-কারখানার সম্ভাবনা হারিয়ে যেতে লাগল, লক্ষ লক্ষ যুবককে অন্যত্র চলে যেতে হল। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেছেন, আমাদের সরকারই দেশভাগের পীড়িতদের জন্য সিএএ এনেছে। সিএএ না থাকলে আমাদের শিখ ভাই ও বোনদের কী হতো? তাঁদের অপরাধই বা কি? কিন্তু কংগ্রেস এরও বিরোধিতা করছে। মনে হচ্ছে কংগ্রেস এখনও শিখদের কাছ থেকে ১৯৮৪ সালের প্রতিশোধ নিচ্ছে।

প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, আমরা যা প্রতিশ্রুতি দিই, তা প্রদানও করি। মোদীর গ্যারান্টি মানে গ্যারান্টি পূরণের নিশ্চয়তা। মোদী কাশ্মীর থেকে ৩৭০ অনুচ্ছেদ বাতিলের নিশ্চয়তা দিয়েছিল এবং তা হয়েছে। মোদী 'তিন তালাক' বন্ধ করার গ্যারান্টি দিয়েছিল, এবং তাও হয়েছে। মোদী ভারতের অর্থনীতিকে শক্তিশালী ও মজবুত করার নিশ্চয়তা দিয়েছিল, এবং তাও হচ্ছে। এখন মোদী গ্যারান্টি দিচ্ছে, ভারত শীঘ্রই বিশ্বের তৃতীয় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হবে...এবং তা হবেই।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande