মোদী সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী হল এসসি, এসটি ও ওবিসি পরিবার : প্রধানমন্ত্রী
চিক্কাবাল্লাপুর, ২০ এপ্রিল (হি.স.): মোদী সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী হল এসসি, এসটি ও ওবিসি পরিবা
 প্রধানমন্ত্রী


চিক্কাবাল্লাপুর, ২০ এপ্রিল (হি.স.): মোদী সরকারের সবচেয়ে বেশি সুবিধাভোগী হল এসসি, এসটি ও ওবিসি পরিবার। জোর দিয়ে বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, আগের সরকারগুলিতে এসসি, এসটি এবং ওবিসি পরিবারগুলিকে ঝুপড়িতে থাকতে বাধ্য করা হয়েছিল, তাদের বিদ্যুৎ এবং জলের প্রাপ্যতা ছিল না। তারা সরকার থেকে সব আশা হারিয়ে ফেলেছিল। মোদীর গ্যারান্টির কারণে মোদী সরকারের প্রতি আপনাদের হারানো বিশ্বাস পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। শনিবার কর্ণাটকের চিক্কাবাল্লাপুরে এক নির্বাচনী জনসভায় প্রধানমন্ত্রী মোদী আরও বলেছেন, কর্ণাটকে আধুনিক পরিকাঠামো তৈরি করা আমাদের অগ্রাধিকার। গত ১০ বছরে কর্ণাটকে জাতীয় সড়কের সংখ্যা ২৫ থেকে বেড়ে ৪৯ হয়েছে! এছাড়াও, এই অঞ্চলে বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠা কর্মসংস্থানের নতুন পথ খুলে দিয়েছে।

প্রধানমন্ত্রীর কথায়, এনডিএ সরকার সমবায় আন্দোলনের পরিধি বাড়াচ্ছে। এছাড়াও, আমরা সারা বিশ্বের বাজারে বাজরা নিয়ে যাওয়ার উদ্যোগ নিয়েছি। এই পদক্ষেপটি চিক্কাবাল্লাপুর এবং কোলারের কৃষকদের ব্যাপকভাবে উপকৃত করবে... এটি আমাদের কৃষকদের তাদের জন্য আয়-উৎপাদনের সুযোগ বাড়িয়ে ক্ষমতায়ন করবে। মোদী বলেছেন, প্রথম পর্যায়ের ভোটে উৎসাহ বেড়েছে দেশে এবং আমি এখানেও এই উৎসাহ দেখতে পাচ্ছি। প্রথম দফায় ভোট হয়েছে এনডিএ ও বিকশিত ভারত-এর পক্ষে।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande