ওডিশায় নৌকাডুবির ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও উপ রাষ্ট্রপতির
নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.) : ওডিশার ঝাড়সুগুড়া জেলার মহানদীর নৌকা দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ
ওডিশায় নৌকাডুবির ঘটনায় শোকপ্রকাশ রাষ্ট্রপতি ও উপ রাষ্ট্রপতির


নয়াদিল্লি, ২০ এপ্রিল (হি.স.) : ওডিশার ঝাড়সুগুড়া জেলার মহানদীর নৌকা দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার এক্স-এ পোস্ট করে দুঃখ জানিয়েছেন। তিনি লিখেছেন, “এটা জেনে খুবই দুঃখিত হয়েছি যে শনিবার ওডিশার ঝাড়সুগুড়ায় মহানদীতে নৌকা উল্টে কিছু যাত্রীর অকালে প্রাণ চলে গিয়েছে। শোকাহত পরিবারের প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাচ্ছি। আহতরা যেন দ্রুত সুস্থ হয়ে উঠুক সেই কামনাই করছি।”

উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখড় এক্স-এ পোস্ট করে লিখেছেন, “ওডিশার ঝাড়সুগুড়া জেলার মহানদীতে নৌকাডুবির মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে দুঃখিত। শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি, সেইসঙ্গে আহতদের দ্রুত আরোগ্যের জন্য প্রার্থনা করছি।” উল্লেখ্য, শুক্রবার ওডিশার ঝাড়সুগুড়া জেলায় মহানদীতে নৌকা উল্টে এখনও পর্যন্ত ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। মৃতরা সকলেই ছত্তিশগড়ের বাসিন্দা।

হিন্দুস্থান সমাচার / অর্পিতা




 

 rajesh pande