আগামী ২১ এপ্রিল ডোঙ্গারগাঁওয়ে আদিত্যনাথ এবং প্রিয়াঙ্কা বঢ়রার জনসভা
রায়পুর, ২০ এপ্রিল (হি.স.) : আগামী ২১ এপ্রিল ছত্তিশগড়ের ডোঙ্গরগাঁওয়ে যোগী আদিত্যনাথ এবং প্রিয়াঙ্কা
আগামী ২১ এপ্রিল ডোঙ্গারগাঁওয়ে আদিত্যনাথ এবং প্রিয়াঙ্কা বঢ়রার জনসভা


রায়পুর, ২০ এপ্রিল (হি.স.) : আগামী ২১ এপ্রিল ছত্তিশগড়ের ডোঙ্গরগাঁওয়ে যোগী আদিত্যনাথ এবং প্রিয়াঙ্কা বঢ়রার জনসভা রয়েছে। লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্বের প্রচারে একই দিনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এবং কংগ্রেসের রাষ্ট্রীয় মহাসচিব প্রিয়াঙ্কা বঢ়রার ডোঙ্গারগাঁও ব্লকের সাগর গ্রামে জনসভা অনুষ্ঠিত হবে। বিজেপি ও কংগ্রেস উভয় দলের ইনচার্জ ও ঊর্ধ্বতন আধিকারিকরা তাঁদের দুই দলের কর্মসূচি সফল করতে চূড়ান্ত প্রস্তুতি শুরু করেছে।প্রিয়াঙ্কা গান্ধীর ছত্তিশগড় সফর প্রসঙ্গে অর্থমন্ত্রী ওপি চৌধুরী বলেছেন, কংগ্রেস একটি ডুবন্ত নৌকা। প্রিয়াঙ্কা এবং রাহুল গান্ধীর নৌকার সব যন্ত্রপাতি ভেঙে গিয়েছে তাঁরা নৌকা আর দাঁড় করাতে পারছে না। প্রিয়াঙ্কা ও রাহুল গান্ধী পর্যটকদের মতো রাজনীতি করেন, বলেও এদিন তোপ দাগেন ওপি চৌধুরি। শুধু তাই নয় অর্থমন্ত্রী ওপি চৌধুরী আরও বলেছেন যে রাহুল এবং প্রিয়াঙ্কা মাঝে মাঝে রাজনৈতিক পর্যটনের জন্য ছত্তিশগড়ে আসেন।তারা ছত্তিশগড়কে নিজেদের এটিএম বানিয়ে লুট করেছে। জনগণ গান্ধী পরিবারের রাজনীতি মেনে নিতে প্রস্তুত নয়।

বিজেপির রাজ্য কার্যালয় থেকে প্রাপ্ত তথ্য অনুসারে জানা গিয়েছে, ওইদিন দুপুর ১২টায় ডোঙ্গারগাঁও থেকে নয় কিলোমিটার দূরে কুমারদার কাছে অবস্থিত সাগর গ্রামে যোগীর জনসভার আয়োজন করা হয়েছে। দুপুর ২.৩০টায় ডোঙ্গারগাঁও শহর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে মোহাদেতে কংগ্রেসের রাষ্ট্রীয় মহাসচিব প্রিয়াঙ্কার সভা অনুষ্ঠিত হতে চলেছে। ২১ এপ্রিল প্রচণ্ড গরমে এত ভিড় কীভাবে সামলানো যায় সেটা দুটো দলের কাছেই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

হিন্দুস্থান সমাচার / অর্পিতা




 

 rajesh pande