৩ বছর বয়স থেকে মেয়েদের সতর্ক করার আরজি তথাগতর
অশোক সেনগুপ্ত কলকাতা, ২০ এপ্রিল (হি.স.): কংগ্রেস কাউন্সিলরের কন্যা নেহাকে কুপিয়ে খুনের ঘটনার রেশ মে
৩ বছর বয়স থেকে মেয়েদের সতর্ক করার আরজি তথাগতর


অশোক সেনগুপ্ত

কলকাতা, ২০ এপ্রিল (হি.স.): কংগ্রেস কাউন্সিলরের কন্যা নেহাকে কুপিয়ে খুনের ঘটনার রেশ মেটেনি। শনিবার বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডলে মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। লিখেছেন ৩ বছর বয়স থেকে মেয়েদের সতর্ক করানোর প্রয়োজনীয়তার কথা।

বিশ্ব হিন্দু পরিষদের রাজ্য শাখার অন্যতম আধিকারিক সায়ন চক্রবর্তী কাঁচের গাড়িতে নেহার মরদেহ ঘিরে কান্নায় ভেঙে পড়া স্বজনদের ছবি-সহ এদিন লিখেছেন, “তিনি হিন্দু পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। তিনি মোঃ ফায়াজের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন। তাই সে ৩০ সেকেন্ডে নেহাকে ২৪ বার ছুরিকাঘাত করেন। একত্র হও? আমি আমার সমস্ত হিন্দু বোনের কাছে এই জেহাদীর থেকে সচেতন থাকার অনুরোধ করছি।”

এই মন্তব্য যুক্ত করে তথাগতবাবু লিখেছেন,

“১৬ বছর বয়সে বললে হিন্দু মেয়েরা শুনবে না। তখন বাবা-মা শুনবেন, ‘কিন্তু আমার আব্দুল আলাদা’। তাই ৩ বছর বয়স থেকে আপনার মেয়েদের আবর্জনা স্পর্শ না করার শিক্ষা দিন। জাল নাম সম্পর্কেও সতর্ক থাকতে হবে।”

প্রসঙ্গত, কর্ণাটকের হুব্বালি ধারওয়াড় মিউনিসিপ্যাল কর্পোরেশনের কাউন্সিলর

নিরঞ্জন হীরেমঠের কন্যা নেহাকে বৃহস্পতিবার একেবারে কলেজ ক্যাম্পাসের মধ্যে কুপিয়ে খুন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ২১ বছরের নেহার এক সহপাঠীর বিরুদ্ধে এই খুন করার অভিযোগ উঠেছে। সিসি ক্যামেরায় ধরা পড়েছে গোটা দৃশ্য। সেখানে দেখা গিয়েছে বার বার ছুরি দিয়ে আঘাত করা হচ্ছে। এরপর সে এলাকা ছেড়ে পালায়। এই ঘটনাকে ‘লাভ জেহাদ’ বলে দাবি কন্যাহারা বাবার। অভিযোগ উড়িয়ে দিচ্ছে হাত শিবির। সব মিলিয়ে ২৩ বছরের নেহা হিরেমথের মৃত্যু ঘিরে বিতর্ক তুঙ্গে।

হিন্দুস্থান সমাচার/ অশোক




 

 rajesh pande