ভোটে জিতলেই বাতিল হবে অগ্নিপথ প্রকল্প, আরও একগুচ্ছ প্রতিশ্রুতি রাহুলের
ভাগলপুর, ২০ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচনের প্রচারে ফের একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস নেতা রাহ
ভোটে জিতলেই বাতিল হবে অগ্নিপথ প্রকল্প


ভাগলপুর, ২০ এপ্রিল (হি.স.): লোকসভা নির্বাচনের প্রচারে ফের একগুচ্ছ প্রতিশ্রুতি দিলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। শনিবার রাহুল গান্ধী দাবি করেছেন, ভোটে জিতলেই বাতিল হবে অগ্নিপথ প্রকল্প, আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতনও দ্বিগুণ করা হবে। রাহুল এদিন বিহারের ভাগলপুরে এক নির্বাচনী জনসভায় ভাষণ দেন। এই জনসভায় তিনি বলেছেন, ইন্ডি জোটের সরকার ক্ষমতায় আসার সঙ্গে সঙ্গেই আমরা অগ্নিবীর প্রকল্প বাতিল করব। ভারতে দুই ধরনের শহীদের দরকার নেই। প্রত্যেকের পেনশন পাওয়া উচিত, আমরা জিএসটি পরিবর্তন করব। একটাই ট্যাক্স থাকবে, ন্যূনতম ট্যাক্স। আমরা আশা ও অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন দ্বিগুণ করব।

রাহুল গান্ধী এদিন আরও বলেছেন, বিজেপির লোকজন বলছে, তাঁরা এতগুলি অথবা অনেকগুলি আসন পাবে, আমাকে এটি পরিষ্কার করতে দিন, তাঁরা (বিজেপি) ১৫০-এর বেশি আসন পাবে না। এমনকি ১৫০-এর বেশি একটি আসনও নয়।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande