ওডিশার ঝারসুগুড়ায় নৌকা ডুবে মৃত্যু ৭ জনের, এখনও খোঁজ নেই একজনের
ঝারসুগুড়া, ২০ এপ্রিল (হি.স.): ওডিশার ঝারসুগুড়ায় মহানদী নদীতে নৌকা ডুবে মৃত্যু হয়েছে ৭ জনের। মৃতদের ম
ওডিশার ঝারসুগুড়ায় নৌকা ডুবে মৃত্যু ৭ জনের


ঝারসুগুড়া, ২০ এপ্রিল (হি.স.): ওডিশার ঝারসুগুড়ায় মহানদী নদীতে নৌকা ডুবে মৃত্যু হয়েছে ৭ জনের। মৃতদের মধ্যে মহিলা ও শিশু রয়েছে। কমপক্ষে ৪৮ জনকে নিরাপদে উদ্ধার করা হয়েছে, তবে শনিবার সকাল পর্যন্ত খোঁজ পাওয়া যায়নি একজনের। শুক্রবার সন্ধ্যায় মর্মান্তিক এই ঘটনাটি ঘটে, নিখোঁজ একজনের সন্ধানে শনিবারও নদীবক্ষে সন্ধান চলছে।

মহানদী নদীর মাঝখানে একটি দ্বীপে মন্দির রয়েছে, ঝারসুগুড়া জেলার লক্ষনপুর ব্লকের অন্তর্গত সারদা ঘাট থেকে প্রতিবেশী রাজ্য ছত্তিশগড়ের খারসিয়া এলাকার শিশু ও মহিলা-সহ প্রায় ৫০ জনের বেশি ভক্তরা মন্দিরে গিয়েছিলেন। বারগড় জেলার বাঞ্জিপালিতে যাওয়ার পথে শুক্রবার সন্ধ্যায় নৌকাটি ডুবে যায়। হাবিলদার (মেজর) বালকৃষ্ণ থাপা বলেছেন, মোট ৮ জন নিখোঁজ ছিলেন, শুক্রবারই নদী থেকে একজনের দেহ উদ্ধার হয়। শনিবার সকালে আরও ৬টি দেহ উদ্ধার হয়েছে। মোট ৭টি দেহ উদ্ধার হয়েছে। তল্লাশি অভিযান জারি রয়েছে।

কালেক্টর কার্তিকেয় গোয়েল বলেছেন, আমরা এখনও পর্যন্ত প্রায় ৪৭-৪৮ জনকে উদ্ধার করেছি। শুক্রবার ৩৫ বছর বয়সী এক মহিলার দেহ উদ্ধার হয়। নিখোঁজ ছিলেন ৭ জন, তাঁদের মধ্যে ৪ জন মহিলা ও ৩টি শিশু। তল্লাশি অভিযান চলছে। ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক এই নৌকাডুবির ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন এবং অর্থ সাহায্যের ঘোষণা করেছেন।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande