গরম আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গে, দাবদাহে নাজেহাল তিলোত্তমাও
কলকাতা, ২০ এপ্রিল (হি.স.): গরম আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তাপপ্রবাহের সতর্কতাও জারি
দাবদাহে নাজেহাল তিলোত্তমাও


কলকাতা, ২০ এপ্রিল (হি.স.): গরম আরও বাড়তে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তাপপ্রবাহের সতর্কতাও জারি রয়েছে বিভিন্ন জেলায়। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম এবং ঝাড়গ্রামে তীব্র তাপপ্রবাহের সতর্কতা জারি করা হয়েছে। কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গের মালদহ এবং দুই দিনাজপুরে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে।

মাত্রাতিরিক্ত গরম ও দাবদাহে নাজেহাল অবস্থা মহানগরী তিলোত্তমাতেও। শুক্রবারই কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বেড়ে ৪০.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছয়, আর শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন ছিল ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। আপাতত গরমের এই দহনজ্বালা থেকে মুক্তি মিলবে না বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande