হনুমান জয়ন্তীতে উজ্জয়িনীর বাবা মহাকালকে সাজানো হলো হনুমানজির রূপে
উজ্জয়িনী, ২৩ এপ্রিল (হি.স.) : রামভক্ত পবনপুত্র হনুমানজির জন্মজয়ন্তী মঙ্গলবার সারাদেশে ব্যাপক উৎস
হনুমান জয়ন্তীতে উজ্জয়িনীর বাবা মহাকাল সাজলেন হনুমানজির রূপে


উজ্জয়িনী, ২৩ এপ্রিল (হি.স.) : রামভক্ত পবনপুত্র হনুমানজির জন্মজয়ন্তী মঙ্গলবার সারাদেশে ব্যাপক উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালিত হচ্ছে। এদিন সকাল থেকেই মন্দিরে মন্দিরে ভিড় রয়েছে। মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে এদিন বাবা মহাকালকে হনুমানজির রূপে সাজানো হয়েছে। প্রথা অনুযায়ী চৈত্র শুক্লপক্ষের পূর্ণিমা তিথিতে ভোর ৪ টে নাগাদ মহাকালেশ্বর মন্দিরের দরজা খোলার সঙ্গে সঙ্গে গর্ভগৃহে ভগবানের পুজো করা হয়। এরপর ভগবান মহাকালকে জল দিয়ে অভিষেক করা হয়। দুধ, দই, ঘি, মধু ও ফলের রস দিয়ে তৈরি পঞ্চামৃত দিয়ে অভিষেক করা হয়।ভস্ম আরতির সময় ভগবান মহাকালকে হনুমানের রূপে সজ্জিত করা হয়েছিল। ফল দিয়ে মহাকালকে সাজানো হয়েছিল। সেইসঙ্গে একটি নতুন মুকুট এবং মালাও তাঁকে পড়ানো হয়েছিল।

হিন্দুস্থান সমাচার / অর্পিতা




 

 rajesh pande