বাংলাদেশে কেএনএফের সঙ্গে যোগসাজশের অভিযোগে গ্রেফতার ৭
কিশোর সরকার ঢাকা, ২৩ এপ্রিল (হি.স): বাংলাদেশের বান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্
বাংলাদেশে কেএনএফের সঙ্গে যোগসাজশের অভিযোগে গ্রেফতার ৭


কিশোর সরকার

ঢাকা, ২৩ এপ্রিল (হি.স): বাংলাদেশের বান্দরবানের রুমায় সশস্ত্র সংগঠন কুকি চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) সঙ্গে যোগসাজশের অভিযোগে যৌথ অভিযানে ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার বিকেলে ধৃতদের আদালতে তোলা হলে বান্দরবানের আদালতের বিচারক জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

ধৃতদের নাম, লাল নুন নোয়াম বম (৬৮), লাল দাভিদ বম (৪২), চমলিয়ান বম (৫৬), লাল পেক লিয়ান বম (৩২), ভান মুন নোয়াম বম (৩৩), লাল মিন বম (৫০) এবং ভান বিয়াক লিয়ান বম (২৩)। গত ২ এপ্রিল বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে ডাকাতি, ম্যানেজারকে অপহরণ, মসজিদে হামলা, পুলিশ ও আনসার সদস্যদের অস্ত্র লুটের ঘটনায় ৫টি মামলা দায়ের করা হয়েছে। এরপর ৩ এপ্রিল দুপুরে বান্দরবানের থানচি উপজেলার সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকে ডাকাতির ঘটনা ঘটে। তাতে চারটি মামলা দায়ের করা হয়।

হিন্দুস্থান সমাচার / কিশোর




 

 rajesh pande