পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে গন্ডাছড়ায় নির্বাচনী সমাবেশ
গন্ডাছড়া, ২৩ এপ্রিল (হি.স.) : আগামী ২৬ এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত
পূর্ব ত্রিপুরা সংসদীয় আসনে বিজেপি প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে গন্ডাছড়ায় নির্বাচনী সমাবেশ


গন্ডাছড়া, ২৩ এপ্রিল (হি.স.) : আগামী ২৬ এপ্রিল শুক্রবার দ্বিতীয় দফায় পূর্ব ত্রিপুরা উপজাতি সংরক্ষিত আসনে ভোট গ্রহণ। গত এক সপ্তাহ যাবৎ ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত ৪৪ নং রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রে বেশ জমজমাট হয়ে উঠেছে রাজনৈতিক প্রচার। একদিকে রাজ্যে রাজনৈতিক ময়দানে রয়েছে ইন্ডি জোট, অপরদিকে রাজনৈতিক মাঠ চষে বেড়াচ্ছেন শাসক দল তথা বিজেপি নেতৃত্বাধীন তিনদলীয় জোটের নেতারা।

রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রে যে চরম একটা লড়াই হবে তা আর বলার অপেক্ষা রাখে না। তারই প্রমাণ পাওয়া গেল মঙ্গলবার। এদিন ছিল রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রে পূর্ব ত্রিপুরা আসনের বিজেপি দলের মনোনীত এবং আইপিএফটি তিপ্রা মথা দলের সমর্থিত প্রার্থী কৃতি সিং দেববর্মার নির্বাচনী জনসভা।

জনসভা অনুষ্ঠিত হয় রাইমাভ্যালি বিধানসভা কেন্দ্রের গন্ডাছড়া মহকুমার অন্তর্গত কবিগুরু স্মৃতি বিদ্যাভবন মাঠে। বিজেপি নেতৃত্বাধীন তিনদলের নেতৃত্ব এবং কর্মীদের একটি রেলি বের করে মহকুমার বিভিন্ন পথ পরিক্রমা করে জনসভাস্থলে পৌঁছায়। শুরু হয় জনসভা। জনসভায় উপস্থিত ছিলেন রাজ্যের পশ্চিম আসনের প্রার্থী সাংসদ বিপ্লব কুমার দেব, তিপ্রা মথা দলের সুপ্রিমো প্রদ্যুৎ কিশোর দেববর্মা, রাইমাভ্যালি বিধানসভার বিধায়িকা নন্দিতা রিয়াং দেববর্মা, ইএম রাজেশ ত্রিপুরা, ধনঞ্জয় ত্রিপুরা, জগদীশ দেববর্মা, প্রেমসাধন ত্রিপুরা, সাংসদ রেবতী ত্রিপুরা সহ অন্যরা।

সভায় পৌরোহিত্য করেন রাইমাভ্যালি মণ্ডল সভাপতি সমীররঞ্জন ত্রিপুরা। মঞ্চে অতিথিদের বরণ করেন রাইমাভ্যালি মণ্ডলের মহিলা মোর্চার সভানেত্রী বর্ণা দাস এবং অন্যান্য কর্মীরা।

লোকসভা নির্বাচনকে সামনে রেখে মঙ্গলবার গন্ডাছড়ায় অনুষ্ঠিত জনসভায় বিগত বছরগুলিতে বামফ্রন্টের দুর্নীতির বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য পেশ করে আসন্ন লোকসভা নির্বাচনে আগামী ২৬ এপ্রিল পদ্ম চিহ্নে ভোট দিয়ে প্রার্থী কৃতি সিং দেববর্মাকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান রাখেন বক্তারা।

প্রসঙ্গত উল্লেখ্য, গন্ডাছড়ায় অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রার্থী কৃতি সিং দেববর্মা অনুপস্থিত ছিলেন।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande