দেবের কুশমণ্ডির সভায় চেয়ার ছোড়াছুড়ি ঘিরে হুলুস্থুলকাণ্ড
কুশমণ্ডি ও রায়গঞ্জ, ২৩ এপ্রিল (হি. স.) : মঙ্গলবার সাংসদ-অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের নির্বাচন
দেবের কুশমণ্ডির সভায় চেয়ার ছোড়াছুড়ি ঘিরে হুলুস্থুলকাণ্ড


কুশমণ্ডি ও রায়গঞ্জ, ২৩ এপ্রিল (হি. স.) : মঙ্গলবার সাংসদ-অভিনেতা দীপক অধিকারী ওরফে দেবের নির্বাচনি সভায় চেয়ার ছোড়াছুড়ি, হুলুস্থুলকাণ্ড কুশমণ্ডি হাইস্কুল মাঠে। হতবাক দেবও। সব দেখেশুনে তাঁর চোখেমুখে বিরক্তি। বিব্রতও। তবে এনিয়ে মুখে কিছু বলেননি দেব। শেষ পর্যন্ত দলীয় সমর্থকদের শান্ত করতে মাইক হাতে এগিয়ে আসতে হয় তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়ালকে।

দেবকে দেখতে এদিন সকাল ১১টা থেকেই জনস্রোত ছিল সভাস্থলের দিকে। টোটো-ভুটভুটির লম্বা লাইন। শেষ পর্যন্ত বিকেলে এসে পৌঁছোলেন সাংসদ-অভিনেতা। মিঠুনের পর চোখের সামনে দেবকে দেখতে পেয়ে এলাকাবাসীর খুশির অন্ত ছিল না।

বক্তব্য রাখতে গিয়ে দেব বলেন, ‘বালুরঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদারকে শুভেচ্ছা জানাই। তিনি ভালো মানুষ। তবে এবার বিপ্লবদাকে ভোট দিন। আমি কোনওদিন বিরোধীদের খারাপ কথা বলিনি। আমি বিশ্বাস করি, মানুষ নিজের কাজের মধ্যে দিয়ে ভোট পাবেন। যাঁরা ধর্ম নিয়ে রাজনীতি করে তাঁদের কথা ভিন্ন। কিন্তু আমাদের রাজ্য সরকার কাজ করে মানুষের জন্য, শিশুদের জন্য, মানুষের ভবিষ্যতের কথা ভেবে। তাই ভোট জোড়াফুলেই দেবেন বলে বিশ্বাস রাখি। এই ভোট মন্দির, মসজিদ তৈরির জন্য নয়। যে হাসপাতাল গড়বে, যে স্কুল-কলেজ তৈরি করবে এই ভোট তাঁদের জন্য। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সাধারণ মানুষের জন্য কাজ করছেন সেটা কখনও ভুলে যাবেন না।’

এদিন দেবের রোড শো নিয়ে হতাশ রায়গঞ্জও । রোড শো ঘিরে চরম উন্মাদনা ছিল শহরে। বেলা দেড়টা নাগাদ রায়গঞ্জের কসবা মোড় থেকে রোড শো শুরু করেন তিনি। পাশে ছিলেন এই কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী। কথা ছিল কর্ণজোড়া পর্যন্ত রোড শো হবে। দেবকে দেখতে চণ্ডীতলা, উদয়পুর, কর্ণজোড়া এলাকাতেও প্রচুর মানুষ রাস্তার পাশে ভিড় জমান। কিন্তু আশা টকিজ মোড় এলাকায় তাঁর রোড শো বন্ধ করে দেওয়া হয়। রোড শো শেষ না করেই দেব কুশমণ্ডির উদ্দেশে রওনা দেন। প্রচুর মানুষ তাঁকে দেখতে না পেয়ে হতাশ হন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande