চিথিরাই উৎসবে ভক্তদের ভিড় মাদুরাইয়ে
মাদুরাই, ২৩ এপ্রিল (হি. স.): মাদুরাইয়ে মীনাক্ষী আম্মান মন্দির থেকে গত ১২ এপ্রিল শুরু হয়েছিল চিথিরাই
chithirai


মাদুরাই, ২৩ এপ্রিল (হি. স.): মাদুরাইয়ে মীনাক্ষী আম্মান মন্দির থেকে গত ১২ এপ্রিল শুরু হয়েছিল চিথিরাই উৎসব। যার শেষ পর্বের অনুষ্ঠান আয়োজিত হলো এদিন ভোরে।

মাদুরাই শহরকে বলা হয় থুঙ্গা নাগারাম অর্থাৎ যে শহর কখনও ঘুমায় না। সেখানেই চিথিরাই উৎসবের অংশ হিসাবে এদিন সকালে ভাইগাই নদীতে লর্ড কাল্লাঝাগরের প্রবেশের সাক্ষী হতে সারা রাত জেগে রইলো গোটা শহরবাসী।এই সময় তাদের মধ্যে অনেকেই ভাইগাই নদীতে স্নান করেন। গঙ্গার মত ভাইগাই নদীকেও পবিত্র বলে মনে করেন ভক্তরা।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande