শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি ইডির
কলকাতা, ২৩ এপ্রিল (হি.স.) : সন্দেশখালি মামলায় এখনও নিখোঁজ শাহজাহান শেখের ভাই সিরাজুদ্দিন শেখ। তদন্ত
শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি ইডির


কলকাতা, ২৩ এপ্রিল (হি.স.) : সন্দেশখালি মামলায় এখনও নিখোঁজ শাহজাহান শেখের ভাই সিরাজুদ্দিন শেখ। তদন্তকারী সংস্থা ইডির আশঙ্কা দেশ ছেড়ে পালিয়ে যেতে পারে সিরাজুদ্দিন। সেই আশঙ্কা থেকেই এবার শাহজাহানের ভাইয়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ জারি করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। এই লুক আউট নোটিশ জারি করে দেশের সমস্ত বিমানবন্দরকে সতর্ক করা হয়েছে। সিরাজুদ্দিনের ছবি এবং তাঁর সম্পর্কে যাবতীয় তথ্য তুলে দেওয়া হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। সতর্ক করা হয়েছে সীমান্ত এলাকার প্রশাসনকেও।

সন্দেশখালি কাণ্ডের নায়ক তৃণমূল নেতা শাহজাহান শেখ বর্তমানে রয়েছেন ইডির হেপাজতে। জমি দখল করে ভেড়ি বানানো, সাধারণের উপর নির্যাতন-সহ একাধিক অভিযোগ রয়েছে শাহজাহানের ওপর। সন্দেশখালির এই ‘বেতাজ বাদশাহ’ শেখ শাহজাহানকে প্রথমে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ। পরে ইডির হাতেও গ্রেফতার হন কুকর্মের নায়ক। আপাতত তিনি ইডির হেপাজতে। দাদার কুকর্মের দোসর হওয়ায় গ্রেফতার হয়েছেন তার এক ভাই আলমগিরও। সন্দেশখালির তদন্তে নেমে শাহজাহানের অপর ভাই সিরাজুদ্দিনের বিরুদ্ধেও বহু অভিযোগ পায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তাই তাকেও হেপাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ইডি। কিন্তু এখনও পর্যন্ত সিরাজুদ্দিনের খোঁজ মেলেনি। সেই কারণে ইডির আশঙ্কা, বিদেশে পালিয়ে গিয়ে থাকতে পারেন তিনি। আর তাই লুক আউট নোটিশ জারি করা হল।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande