ফাইনাল সময়সূচী ঘোষণা: আইএসএল ফাইনাল হবে উচ্চতর র‌্যাঙ্কড দলের হোম গ্রাউন্ডে
নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.) : আইএসএলের ফাইনাল ৪মে অনুষ্ঠিত হবে উচ্চ র‌্যাঙ্কিং ফাইনালিস্টের হোম গ্
ফাইনাল সময়সূচী ঘোষণা: আইএসএল ফাইনাল হবে উচ্চতর র‌্যাঙ্কড দলের হোম গ্রাউন্ডে


নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি.স.) : আইএসএলের ফাইনাল ৪মে অনুষ্ঠিত হবে উচ্চ র‌্যাঙ্কিং ফাইনালিস্টের হোম গ্রাউন্ডে। মঙ্গলবার ঘোষণা করেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন।

উল্লেখ্য কলকাতা, মুম্বই এবং গোয়া আইএসএল ফাইনাল আয়োজনের জন্য বিতর্কে রয়েছে।সেমিফাইনালের প্রথম লেগ মঙ্গলবার ২৩ এবং ২৪ এপ্রিল এবং ফিরতি ম্যাচগুলি ২৮ এবং ২৯ এপ্রিল খেলা হবে।

আইএসএল সেমিফাইনাল এবং ফাইনাল সময়সূচী:

** ২৩ এপ্রিল - ওডিশা এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট - কলিঙ্গা স্টেডিয়াম, ভুবনেশ্বর

**২৪ এপ্রিল - এফসি গোয়া বনাম মুম্বই সিটি এফসি - ** ফাতোর্দা স্টেডিয়াম, গোয়া

**২৮ এপ্রিল - মোহনবাগান সুপার জায়ান্ট বনাম ওডিশা এফসি - বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গন, কলকাতা

**২৯ এপ্রিল - মুম্বই সিটি এফসি বনাম এফসি গোয়া - মুম্বই ফুটবল এরিনা, মুম্বই

**৪মে - ফাইনাল: সেমি-ফাইনাল ১-এর বিজয়ী বনাম সেমি-ফাইনাল ২-এর বিজয়ী (ফাইনালিস্টদের মধ্যে উচ্চতর র‌্যাঙ্কড দলের হোম গ্রাউন্ডে ফাইনাল হবে)।

হিন্দুস্থান সমাচার /শান্তি




 

 rajesh pande