কাটিহার-আনন্দবিহার টার্মিনাল চলবে স্পেশাল ট্রেন
গুয়াহাটি, ২৩ এপ্রিল (হি.স.) : গ্রীষ্মকালে যাত্রীদের সুবিধার জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থে
NFR_Represantational image


গুয়াহাটি, ২৩ এপ্রিল (হি.স.) : গ্রীষ্মকালে যাত্রীদের সুবিধার জন্য উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে কাটিহার ও আনন্দবিহার টার্মিনালের মধ্যে সামার স্পেশাল ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ে। সামার স্পেশাল ট্রেন নম্বর ০৫৭২১/০৫৭২২ কাটিহার–আনন্দ বিহার টার্মিনাল-কাটিহার উভয় দিক থেকে দশটি করে ট্রিপের জন্য চলবে। এই রুটে চলাচলকারী অন্যান্য ট্রেনের ওয়েটিং লিস্টের যাত্রীরা এই গরমের সময় স্বাচ্ছন্দ্যে ভ্রমণের জন্য এই স্পেশাল ট্রেনের সুযোগ নিতে পারবেন।

উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এ সম্পর্কে জানান, স্পেশাল ট্রেন নম্বর ০৫৭২১ কাটিহার–আনন্দ বিহার টার্মিনাল ২৪ এপ্রিল থেকে ২৬জুন পর্যন্ত প্রত্যেক বুধবার কাটিহার থেকে ১৭.২৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে বৃহস্পতিবার ১৮.৫০ ঘণ্টায় আনন্দ বিহার টার্মিনালে পৌঁছবে। ফেরত যাত্রার সময় স্পেশাল ট্রেন নম্বর ০৫৭২২ আনন্দ বিহার টার্মিনাল-কাটিহার ২৫ এপ্রিল থেকে ২৭ জুন পর্যন্ত প্রত্যেক বৃহস্পতিবার আনন্দ বিহার টার্মিনাল থেকে ২৩.২৫ ঘণ্টায় রওয়ানা দিয়ে শনিবার ০১.৩০ ঘণ্টায় কাটিহারে পৌঁছবে।

স্পেশাল এই ট্রেনে যাত্রীদের সুবিধার জন্য এসি-৩ টিয়ার, স্লিপার ক্লাস ও জেনারেল সিটিং কোচ থাকবে। যাত্রার উভয় পথে নাউগাছিয়া, বারাউনি জংশন, ছাপড়া, গোরখপুর জংশন, গোন্ডা জংশন, চাঁদৌসি জংশন এবং হাপুর জংশন ইত্যাদি হয়ে চলাচল করবে ও টিকিট উপলব্ধ থাকবে।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা / সমীপ




 

 rajesh pande