গুয়াহাটির ফ্যান্সিবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ড, ক্ষতিগ্রস্ত দুটি শো রুম
গুয়াহাটি, ২৩ এপ্রিল (হি.স.) : গুয়াহাটি তথা উত্তর-পূর্বাঞ্চলের সর্ববৃহৎ বাণিজ্যিক এলাকা ফ্যান্সিবাজার
Massive fire engulfs garment business establishment in Fancy Bazaar


গুয়াহাটি, ২৩ এপ্রিল (হি.স.) : গুয়াহাটি তথা উত্তর-পূর্বাঞ্চলের সর্ববৃহৎ বাণিজ্যিক এলাকা ফ্যান্সিবাজারে বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে অসমিয়া বস্ত্র প্রতিষ্ঠান পাট-মুগার একটি গার্মেন্টস শো রুম এবং জড়িওয়ালা ফ্যাশন হাউসের।

ঘটনা আজ মঙ্গলবার ভোরে ফ্যান্সিবাজারের কামারপট্টি এলাকার ডা. জেসি দাস রোডে। এদিন ভোরে আচমকা ‘সিল্কালয়’ নামের পাট-মুগার একটি গার্মেন্টস শো রুমে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনের গ্রাস করে লাগোয়া জড়িওয়ালা ফ্যাশন হাউসেও।

আগুন লাগার খবর পেয়ে মুহূর্তের মধ্যে চারটি ইঞ্জিন নিয়ে সংশ্লিষ্ট এলাকায় ছুটে যায় অগ্নিনির্বাপক বাহিনী। তাঁদের অক্লান্ত প্রচেষ্টায় আগুনের লেলিহান শিখা ছড়াতে পারেনি। ফলে রক্ষা পেয়েছে গোটা ডা. জেসি দাস রোড। এদিকে অগ্নিকাণ্ডের কারণ স্পষ্ট না হলেও প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক গোলযোগে আগুন ধরেছে। অগ্নিকাণ্ডে বহু লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মনে করা হচ্ছে।

হিন্দুস্থান সমাচার / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande