পাচার বাণিজ্য, অবসরপ্রাপ্ত শিক্ষকের হাতে নিগৃহীত পুলিশ অফিসার, সীমান্তে ধৃতরাষ্ট্র বিএসএফ
বিলোনিয়া (ত্রিপুরা), ২৩ এপ্রিল (হি.স.) : ত্রিপুরায় জনৈক পুলিশ অফিসারকে নিগৃহীত হতে হয়েছে দায়িত্ব পা
পাচার বাণিজ্য, অবসরপ্রাপ্ত শিক্ষকের হাতে নিগৃহীত পুলিশ অফিসার, সীমান্তে ধৃতরাষ্ট্র বিএসএফ


বিলোনিয়া (ত্রিপুরা), ২৩ এপ্রিল (হি.স.) : ত্রিপুরায় জনৈক পুলিশ অফিসারকে নিগৃহীত হতে হয়েছে দায়িত্ব পালন করতে গিয়ে। অভিযোগ, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রেমতোষ চৌধুরী পুলিশ নিগ্রহের সাথে জড়িত।

জানা গিয়েছে, অবসরপ্রাপ্ত শিক্ষক প্রেমতোষ চৌধুরী বিজেপির নামাবলি গায়ে জড়ানো এলাকার মাতব্বর। নিজের মাতব্বরি দেখাতে গিয়ে একেবারে পুলিশের গায়ে হাত। সে কথা তিনি নিজেও স্বীকার করেছেন। বিলোনিয়া থানায় নিয়ে আসার পর ড্যামেজ কন্ট্রোলে নেমে পড়েছেন বিজেপির বিলোনিয়া মণ্ডলের কতিপয় নেতা ও এলাকার কয়েকজন মাতব্বর, যাঁরা এই পাচার বাণিজ্যের সাথে যুক্ত।

ভরদুপুরে বিলোনিয়া থানাধীন ঈশান চন্দ্রনগরে কাঁটাতারের বেড়ার ওপারে চিনি পাচার হয় প্রতিদিন। মঙ্গলবার গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া থানার সাব-ইন্সপেক্টর রঞ্জন বিশ্বাস কয়েকজন পুলিশ কর্মীকে নিয়ে অভিযান চালান ঈশান চন্দ্রনগর মধ্যমপাড়ায়। তখনই এলাকারই অবসরপ্রাপ্ত শিক্ষক প্রেমতোষকে চিনির পাচার বিষয়ে সাব-ইন্সপেক্টর রঞ্জন বিশ্বাস জিজ্ঞাসা করলে তেলে-বেগুনে জ্বলে ওঠেন।

সাব-ইন্সপেক্টর রঞ্জন বিশ্বাস কোনও কথা না বলে অভিযান চালাতে গিয়ে মধ্যমপাড়ার রাস্তার পাশে টিআর ০৮ এ ২৩৩৭ নম্বরের একটি অটো থেকে আট বস্তা চিনি উদ্ধার করেন। এই চিনিগুলি উদ্ধার হতেই ক্ষেপে গিয়ে অবসরপ্রাপ্ত শিক্ষক প্রেমতোষ পুলিশের সাব-ইন্সপেক্টর রঞ্জন বিশ্বাসের ওপর হামলা চালান বলে অভিযোগ।

তখন অন্য পুলিশের দল এবং টিএসআর জওয়ানরা ছুটে গিয়ে আটক করে প্রেমতোষ সহ অটো চালককে। এর পর উদ্ধারকৃত চিনির বস্তা সহ অটো নিয়ে আসা হয় বিলোনিয়া থানায়। পুলিশ অবসরপ্রাপ্ত শিক্ষক প্রেমতোষ চৌধুরীকে গ্রেফতার করেছে। বর্তমানে পুলিশকে ম্যানেজ করতে নেমে পড়েছেন বিজেপির বিলোনিয়া মণ্ডলের কতিপয় নেতা।

সুত্রের দাবি, ঈশান চন্দ্রনগর এলাকার স্থানীয় কয়েকজন বিজেপি নেতা-কর্মী চিনি পাচারের সাথে যুক্ত। ঈশান চন্দ্রনগর এলাকার সীমান্তবর্তী কাঁটাতার কেটে অনায়াসে পাচার করে দেওয়া হয় শত শত বস্তা চিনি। এমনটাই সূত্রের দাবি। এছাড়াও অভিযোগ, পাচারের সময় বিএসএফ জওয়ানরা নাকি ওই সীমান্তবর্তী এলাকায় থাকেন না। ধৃতরাষ্ট্রের ভূমিকা পালন করে বিএসএফ। দুই থেকে তিন ঘণ্টার জন্য ওই সীমান্ত দিয়ে নজরদারি ব্যবস্থা বন্ধ থাকে বলেও গুঞ্জন রয়েছে। প্রতিনিয়ত কীভাবে ওই সীমান্তবর্তী এলাকা দিয়ে শত শত বস্তা চিনি ওপরে পাচার হয়ে যাচ্ছে তা নিয়ে প্রশ্ন উঠেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ / সমীপ




 

 rajesh pande