রাজু বিস্টকে সমর্থন করায় দল থেকে বিনয় তামাংকে ছেঁটে ফেলল প্রদেশ কংগ্রেস
দার্জিলিং, ২৩ এপ্রিল (হি. স.) : প্রকাশ্যে বিবৃতি দিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রা
রাজু বিস্টকে সমর্থন করায় দল থেকে বিনয় তামাংকে ছেঁটে ফেলল প্রদেশ কংগ্রেস


দার্জিলিং, ২৩ এপ্রিল (হি. স.) : প্রকাশ্যে বিবৃতি দিয়ে দার্জিলিং লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী রাজু বিস্টকে সমর্থন করায় নির্বাচনের আগেই দল থেকে বিনয় তামাংকে ছেঁটে ফেলল প্রদেশ কংগ্রেস। বিনয় প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদকের পদে ছিলেন। দলীয় পদ থেকে ইস্তফা না দিয়ে এমনকী দলত্যাগ না করেই বিনয় তামাং রাজু বিস্টকে সমর্থন করায় ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে কংগ্রেস সূত্রে খবর। এদিন বিনয় পদ্মফুল চিহ্নে রাজুকে ভোট দেওয়ার আবেদন জানিয়েছেন। রাজু বিস্টকে সমর্থন করলেও তিনি বিজেপি বা তাঁর পুরোনো দল গোর্খা জনমুক্তি মোর্চায় ফিরে যাবেন কী না তা ঘোষণা করেননি।

মঙ্গলবার সকালে বিনয় তামাং একটি ভিডিও বার্তা দিয়ে লোকসভা নির্বাচনে পাহাড়ের সার্বিক উন্নয়নে রাজু বিস্টকে ভোট দেওয়ার আবেদন জানান। সেই ভিডিয়ো বার্তা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই বিনয় তামাংকে নিয়ে অস্বস্তিতে পড়ে যায় কংগ্রেস। তাঁর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নেয় দল। এদিন বিকেলেই বিনয় তামাংকে দল থেকে বহিষ্কার করে কংগ্রেস। প্রদেশ কংগ্রেস জানিয়ে দেয়, আগামী ৬ বছরের জন্য পাহাড়ের এই নেতাকে বহিষ্কার করা হল।এই প্রসঙ্গে কংগ্রেসের জাতীয় মুখপাত্র পবন খেরা বলেন, ‘এসব বরদাস্ত করা হবে না।’ আর তার পরই বিনয় তামাংকে ৬ বছরের জন্য কংগ্রেস থেকে বহিষ্কার করা হল। গোটা ঘটনাটি নিয়ে দার্জিলিং জেলা কংগ্রেস সভাপতি শংকর মালাকারের বক্তব্য, ‘ওর মতো ১০টা সাধারণ সম্পাদক প্রদেশ কংগ্রেসে আছে। কে এল, কে গেল দেখে লাভ নেই।’

মাত্র ৫ মাস আগে অর্থাৎ নভেম্বর মাসে নয়াদিল্লিতে গিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর উপস্থিতিতে কংগ্রেসে যোগ দেন বিনয় তামাং। কিন্তু লোকসভা নির্বাচনে দার্জিলিং কেন্দ্রে বিনয়কে প্রার্থী না করায় কংগ্রেসের সঙ্গে মতানৈক্য দেখা দেয়। পরবর্তীতে বিনয়কে নানাভাবে বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি। নির্বাচনের ৭২ ঘন্টা আগে দল ছেড়ে রাজু বিস্টকে সমর্থন করায় পাহাড়ে যথেষ্টই বিপাকে পড়ে গিয়েছে কংগ্রেস প্রার্থী মুনীশ তামাং।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande