বিজেপিকে বাঙালি বিরোধী তকমা কল্যাণের; তৃণমূল বিভাজনের রাজনীতি করে, ঠেস কবীরের
হুগলি, ২৩ এপ্রিল (হি. স.) : শ্রীরামপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি বিজেপির বিরুদ্
BJP tmc


হুগলি, ২৩ এপ্রিল (হি. স.) : শ্রীরামপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কল্যাণ ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে অভিযোগ আনলেন বাঙালি বিরোধী প্রচার চালানোর। এর প্রতিক্রিয়ায় শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী কবীর শঙ্কর বসু মঙ্গলবার বলেন যে, তৃণমূল কংগ্রেস কেবল তোষণ আর বিভাজনের রাজনীতি করতে জানে।

প্রসঙ্গত, সম্প্রতি সংবাদমাধ্যমের সঙ্গে কথোপকথনের সময় কল্যাণ ব্যানার্জি বলেছিলেন, বিজেপি বাঙালি বিরোধী প্রচার চালাচ্ছে। ওরা বাঙালির চাকরি ছিনিয়ে নেবে। ১০০ দিনের কাজের টাকা দেবে না। কেন্দ্রীয় আবাসন প্রকল্পের টাকা বাঙালিদের দেওয়া হবে না। বাঙালির কোনো উন্নয়ন ওরা হতে দেবে না। বাংলায় স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খুলবে না। বেটি পড়াও, বেটি বাঁচাও বাংলায় বাস্তবায়িত হবে না। বাংলার একজনকেও চাকরি দেবে না। বিজেপি শুধু গুজরাট ও মহারাষ্ট্রের জন্য করবে।'' কল্যাণ ব্যানার্জী আরও বলেন, বিজেপির লোকেরা চুরির অভিযোগ করে। আমরা গত দেড় থেকে দুই বছর ধরে বলে আসছি চোর ধরতে হবে। কিন্তু গরিবদের টাকা দিয়ে দাও। তারা তো চুরি করেনি। বিজেপি বাঙালির কোনো উন্নয়ন হতে দিতে চায় না।

কল্যাণ ব্যানার্জির এই বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে গিয়ে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রের ভারতীয় জনতা পার্টির প্রার্থী কবীর শঙ্কর বসু মঙ্গলবার হিন্দুস্থান সমাচারকে একান্ত সাক্ষাৎকারে বলেন, ভারতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা শ্যামা প্রসাদ মুখার্জি ছিলেন বাংলার সন্তান। কল্যাণ ব্যানার্জী যা বলেছেন তার কোন ভিত্তি নেই। তৃণমূল কংগ্রেস সর্বদা তোষণ ও বিভাজনের রাজনীতি করে। কিন্তু ভারতীয় জনতা পার্টি একতা ও উন্নয়নের রাজনীতিতে বিশ্বাসী। বিজেপির একটাই লক্ষ্য, সবকা সাথ, সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande