শিলিগুড়ির মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি শুভেন্দু অধিকারীর
শিলিগুড়ি, ২৩ এপ্রিল (হি. স.) : নাম না করে বর্ধমানের ভাতারের সভা থেকে নিয়োগ দুর্নীতির ঘটনায় শুভেন্দ
শিলিগুড়ির মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারের দাবি শুভেন্দু অধিকারীর


শিলিগুড়ি, ২৩ এপ্রিল (হি. স.) : নাম না করে বর্ধমানের ভাতারের সভা থেকে নিয়োগ দুর্নীতির ঘটনায় শুভেন্দুকে নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । এবার শিলিগুড়িতে মিছিল থেকে তার জবাব দিলেন শুভেন্দু অধিকারী।

তিনি জানান, মমতার মন্ত্রীসভায় চার বছর ছিলেন, সেখানে সব সিদ্ধান্ত মমতা নিজেই নেন। বাকিরা সবাই ল্যাম্পপোস্ট। মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেপ্তারের দাবিও করেন শুভেন্দু। শুভেন্দুর কথায়, দার্জিলিং-কার্সিয়াং, কালিম্পংয়ে গোর্খারা এবার মুখ্যমন্ত্রীর জন্য আলাদা করে আপ্যায়নের ব্যবস্থা রেখেছিলেন, তাই মুখ্যমন্ত্রী এবার পাহাড়ে যাননি।

এদিন শুভেন্দুর সঙ্গে শিলিগুড়িতে মিছিলে হাঁটেন কেন্দ্রীয় মন্ত্রী ও কোচবিহারের বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক। ছিলেন দার্জিলিংয়ের বিদায়ী সাংসদ তথা এবারের প্রার্থী রাজু বিস্টও। নিশীথ প্রামাণিকের দাবি, বাংলার জনগণ মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকারের বিরুদ্ধে জেগে উঠেছে। নির্বাচনের ফল বেরোলেই এটা আরও স্পষ্ট হবে। রাজু বিস্টও এদিন মিছিল থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ দাগেন। তাঁর কথায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ভোট ব্যাংকের রাজনীতি করতে আর টাকা তুলতে উত্তরবঙ্গে আসেন।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande