তেলিয়ামুড়া থানার ঢিল ছোঁড়া দূরত্বে বিদ্যুৎ নিগমের অফিসে চোরের হানা
তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৩ এপ্রিল (হি.স.) : নির্বাচনের প্রাক্কলে তেলিয়ামুড়া থানার ঢিল ছোঁড়া দূরত্বে অ
তেলিয়ামুড়া থানার ঢিল ছোঁড়া দূরত্বে বিদ্যুৎ নিগমের অফিসে চোরের হানা


তেলিয়ামুড়া (ত্রিপুরা), ২৩ এপ্রিল (হি.স.) : নির্বাচনের প্রাক্কলে তেলিয়ামুড়া থানার ঢিল ছোঁড়া দূরত্বে অবস্থিত বিদ্যুৎ নিগমের অফিসে সোমবার রাতে হাত সাফাই করে নিল চোরের দল।

জানা গিয়েছে, তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের ডিভিশন ২ এর স্টোর রুমে সোমবার রাতে কোনও একসময় চোরেরা বিদ্যুৎ সারাইয়ের কাজের বিভিন্ন সামগ্রী চুরি করে নিয়ে যায়।

বুধবার সকালে ঘটনা প্রত্যক্ষ করেন নিগমের কর্মীরা। তেলিয়ামুড়া বিদ্যুৎ নিগমের ডিভিশন ২ এর ম্য়ানেজার আনুরুধ্য দাসের বক্তব্যে জানা গেছে, সোমবার রাতে নাইট ডিউটিতে যে সমস্ত কর্মী ছিলেন তারা আজ মঙ্গলবার ভোররাত আনুমানিক তিনটা নাগাদ অফিস কক্ষে ছিলেন। সম্ভবত এর পরই চুরির ঘটনা সংগঠিত হতে পারে, জানান তিনি।

স্থানীয়দের প্রশ্ন, তেলিয়ামুড়া থানার নাকের ডগায় অবস্থিত বিদ্যুৎ দপ্তরের অফিস। সেই জায়গায় চুরি। রাতের তেলিয়ামুড়া কতটুকু সুরক্ষিত? তাছাড়া নির্বাচনকে কেন্দ্র করে রয়েছে বাড়তি সুরক্ষা। এর পরও চুরির ঘটনায় উদ্বিগ্ন সচেতন মহল।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande