যাত্রাপুর সীমান্ত গ্রামে দুই বাংলাদেশি নাগরিক সহ গ্রেফতার তিন
বক্সনগর (ত্রিপুরা), ২৩ এপ্রিল (হি.স.) : গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ সীমান্ত রক্ষী বাহি
যাত্রাপুর সীমান্ত গ্রামে দুই বাংলাদেশি নাগরিক সহ গ্রেফতার তিন


বক্সনগর (ত্রিপুরা), ২৩ এপ্রিল (হি.স.) : গোপন খবরের ভিত্তিতে যাত্রাপুর থানার পুলিশ সীমান্ত রক্ষী বাহিনীর জওয়ানদের সহযোগিতা নিয়ে এক মহিলা সহ তিনজনকে আটক করে থানায় নিয়ে এসেছে। তার মধ্যে একজন মহিলা ও একজন পুরুষের বাড়ি বাংলাদেশে। আরেকজনের বাড়ি যাত্রাপুর থানার অন্তর্গত ভবানীপুর পঞ্চায়েত এলাকার সীমান্ত সংলগ্ন দুর্লভপুর গ্রামে।

খবর জানাজানি হলে আমজনতার মনে নানা প্রশ্ন উঠতে শুরু হয়েছে। কারণ, কীভাবে কাঁটাতার ডিঙিয়ে এবং সীমান্তে কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকার পরও বাংলাদেশ থেকে নির্বাচন প্রক্রিয়া চলাকালীন ভারত ভূখণ্ডে এরা আসল। এছাড়া কেন–ই–বা বাংলাদেশিদের ভারত ভূখণ্ডে বসবাসরত নাগরিক এদের আশ্রয় দিল। এ নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।

এদিকে যাত্রাপুর থানার ওসি সুব্রত দেবনাথের কাছে জানা গেছে, গত ২২ এপ্রিল সোমবার বিকালে তাঁদের কাছে গোপন খবর আসে। খবর পাওয়ার পর তিনি নিজে থানার অন্য পুলিশকর্মী নিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে নিউ-নিদয়া বিএসএফ ক্যাম্পের অ্যাসিস্ট্যান্ট কমান্ডেন্ট রবীন্দরের সাথে যোগাযোগ করেন। এর পর কমান্ডেন্ট বিএসএফ–এর জওয়ানদের নিয়ে ওই বাড়িতে যৌথ অভিযান চালিয়ে বাংলাদেশি এক মহিলা ও এক পুরুষকে আটক করা হয়, জানান ওসি।

আটককৃত সাত্তার নামে একজন ২৬ বছরের যুবক, মহিলার নাম তানিয়া বেগম। বয়স ২৫ বছর। আটক করা হয় বাড়ি মালিক খুরশেদ আলমকেও। তার বয়স ২৪ বছর। তিনজনকে সন্ধ্যার আগেই থানায় নিয়ে আসা হয়। থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর ওই মহিলা জানান, তার স্বামীর নাম সাগর মিয়াঁ। বাড়ি বাংলাদেশের গাজিপুর জেলার শ্রীপুর থানার অন্তর্গত সোনা চৌরাস্তা এলাকায়। অপরদিকে যুবকটির বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ থানার অন্তর্গত দৌড়াবাড়িতে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande