উদয়পুর শহরের রাস্তাঘাট বেহাল, হেলদোল নেই দপ্তরের, অভিযোগ
উদয়পুর (ত্রিপুরা), ২৩ এপ্রিল (হি.স.) : দীর্ঘ কয়েক বছর ধরে উদয়পুর মহকুমায় বিভিন্ন রাস্তাঘাট বেহাল
উদয়পুর শহরের রাস্তাঘাট বেহাল, হেলদোল নেই দপ্তরের, অভিযোগ


উদয়পুর (ত্রিপুরা), ২৩ এপ্রিল (হি.স.) : দীর্ঘ কয়েক বছর ধরে উদয়পুর মহকুমায় বিভিন্ন রাস্তাঘাট বেহাল অবস্থায় পড়ে রয়েছে। শহরের সেন্ট্রাল রোড, নিউটাউন রোড, ছনবন, জগন্নাথ দীঘির পাড়, রমেশ চৌমুহনি,পুরাতন হাসপাতাল রোড থেকে ব্রহ্মাবাড়ি, এই কয়েক কিলোমিটার রাস্তা মেরামত করতে পূর্ত দপ্তর ব্যার্থ।

গত কয়েক বছর ধরে এই রাস্তাগুলো মেরামতের জন্য দপ্তর কোনও উদ্য়োগ নেয়নি। মাঝে গত বিধানসভা নির্বাচনের আগে উদয়পুর শহরের জনগণ রাস্তাগুলো বেহাল অবস্থায় জন্য ক্ষোভের বহিঃপ্রকাশ করার ফলে শুধু ছনবন এলাকায় কিছুটা রাস্তায় পিচ দিতে দেখা যায়। নির্বাচন শেষ হওযার পর আর রাস্তায় পিচ দিতে দেখা যায়নি।

এর পর থেকেই উদয়পুরের জনগণের মধ্যে ক্ষোভ তৈরি হয় শহরকে কেন উন্নত করা হচ্ছে না। নেতা থেকে শুরু করে মন্ত্রী বিধায়করা শুধু এই করব সেই করব বলে সব শেষ। এই বক্তব্যে জনগণের মন যে গলবে না তা এবার উদয়পুরে নির্বাচিত বিধায়ক থেকে শুরু করে শাসকদলের অন্য বিধায়করা জনগণের মধ্যে যে একটা ক্ষোভ রয়েছে তা বুঝতে পেরে এবারও লোকসভা নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আবার ছনবন থেকে রাস্তায় পিচ দিয়ে রাস্তা মেরামত করার জন্য উদ্য়োগ নিতে দেখা গেছে।

কিন্তু ছনবন থেকে রাস্তায় পিচ দিয়ে কাজ শুরু হলেও সেন্ট্রাল রোডের অল্প একটু জায়গা করে বাকি রাস্তাগুলো মেরামতের জন্য আর উদ্য়োগ নিতে দেখা যায়নি। ইতিমধ্যে লোকসভা নির্বাচন পশ্চিম ত্রিপুরা কেন্দ্রের শেষ। রাস্তায় পিচ দিয়ে মেরামত করার কাজও শেষ। এ নিয়ে উদয়পুর শহরের জনগণের মধ্যে ক্ষোভ বাড়ছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande