ত্রিপুরা পূর্ব আসনে ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সে কমিশনের পর্যালোচনা
আগরতলা, ২৩ এপ্রিল (হি.স.) : আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় পর্যায়ের ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রে
ত্রিপুরা পূর্ব আসনে ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সে কমিশনের পর্যালোচনা


আগরতলা, ২৩ এপ্রিল (হি.স.) : আগামী ২৬ এপ্রিল দ্বিতীয় পর্যায়ের ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রের ভোটগ্রহণ করা হবে। ভারতের নির্বাচন কমিশনের এক প্রতিনিধি দল নয়াদিল্লি থেকে মঙ্গলবার ভিডিও কনফারেন্সে ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রের ভোট গ্রহণের প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেন। পর্যালোচনা সভায় অবাধ ও সম্পূর্ণ ভয়মুক্ত পরিবেশে ভোটগ্রহণ এবং ভোটারগণকে ভোটদানে আরও উৎসাহিত করার জন্য গুরুত্ব আরোপ করা হয়।

সভায় ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রের রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু বাহিদ এ বলেন, শান্তিপূর্ণ ও ভয়মুক্ত পরিবেশে ভোটগ্রহণ সম্পন্ন করতে বিভিন্ন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

ভোটের হার বৃদ্ধিতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে। ইতিমধ্যেই মাইক্রো অবজারভারদের ও ভোটগ্রহণ কর্মীদের মহড়ার কাজ শেষ হয়েছে। প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে ওয়েবকাস্টিং–এর ব্যবস্থা করা হয়েছে। সংসদীয় ক্ষেত্রের বিভিন্ন রাস্তায় নাকা পয়েন্ট স্থাপনের মাধ্যমে কঠোর নজরদারি জারি রাখা হয়েছে।

তাছাড়া শান্তিশৃঙ্খলা বজায় রাখতে কেন্দ্রীয় বাহিনী সহ রাজ্য পুলিশের মাধ্যমে একযোগে পুলিশি টহল, সচেতনতামূলক কর্মসূচির আয়োজন করা হচ্ছে। আগামীকাল থেকে ড্রাই রানের পাশাপাশি ১৪৪ ধারা জারি করা হবে। ভারত-বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে। ৮৫ বছর–ঊর্ধ্ব নাগরিক এবং দিব্যাঙ্গজনদের ভোটগ্রহণ এবং পোস্টাল ব্যালটে ভোটগ্রহণ শান্তিপূর্ণ ভাবে ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রে ব্লু শরণার্থীদের ভোট প্রদান নিশ্চিত করতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।

উল্লেখ্য, ভিডিও কনফারেন্সে উপনির্বাচন কমিশনার মনোজ সাউ-এর নেতৃত্বে ভারতের নির্বাচন কমিশনের সচিব সন্তোষ কুমার দুবে ও প্রিন্সিপাল সেক্রেটারি অরবিন্দ আনন্দ এই পর্যালোচনায় অংশ নেন। রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক পুনিত আগরওয়াল ও রাজ্য পুলিশ নোডাল অফিসার জি এস রাও সাব্রুম থেকে এই পর্যালোচনায় অংশ নেন।

তাছাড়া সংশ্লিষ্ট জেলা থেকে ২-ত্রিপুরা পূর্ব (এসটি) সংসদীয় ক্ষেত্রের রিটার্নিং অফিসার তথা ধলাই জেলার জেলাশাসক ও সমাহর্তা সাজু বাহিদ এ, উত্তর ত্রিপুরা জেলার জেলা নির্বাচন আধিকারিক দেবপ্রিয় বর্ধন, ঊনকোটি জেলার জেলা নির্বাচন আধিকারিক ডি কে চাকমা, খোয়াই জেলার জেলা নির্বাচন আধিকারিক চাঁদনী চন্দ্রন, গোমতী জেলার জেলা নির্বাচন আধিকারিক তড়িৎ কান্তি চাকমা, দক্ষিণ ত্রিপুরা জেলার জেলা নির্বাচন আধিকারিক সিদ্ধার্থ শিব জয়সবাল সহ সংসদীয় ক্ষেত্রের পুলিশ সুপারগণ এই পর্যালোচনায় অংশ নেন।

হিন্দুস্থান সমাচার / সুভাষ




 

 rajesh pande