দূষিত হচ্ছে শিপ্রা নদী, প্রতিবাদ উজ্জয়িনীর কংগ্রেস প্রার্থীর
উজ্জয়িনী, ২৩ এপ্রিল (হি. স.): ভোট এলেই নদী সংস্কার নিয়ে প্রতিশ্রুতি। কিন্তু ভোট মিটলে আর প্রতিশ্রুত
pollution


উজ্জয়িনী, ২৩ এপ্রিল (হি. স.): ভোট এলেই নদী সংস্কার নিয়ে প্রতিশ্রুতি। কিন্তু ভোট মিটলে আর প্রতিশ্রুতি পূরণ হয়। এই অভিযোগেই প্রশাসনের বিরুদ্ধে নীরব প্রতিবাদ শুরু করলেন মধ্যপ্রদেশের উজ্জয়িনীর কংগ্রেস প্রার্থী মহেশ পারমার।

মঙ্গলবার শিপ্রা নদীর ঘাটে বসে প্রতিবাদ শুরু করেন উজ্জয়িনীর কংগ্রেস প্রার্থী। তাঁর দাবি, এই শিপ্রা নদী মধ্যপ্রদেশের গর্ব। কিন্তু প্রশাসন নজর দিচ্ছে না, অবহেলার কারণে দূষিত হচ্ছে এই নদী। রাজ্যবাসীকে এই নদীটি রক্ষা করার জন্য প্রতিবাদে সামিল হওয়ার ডাকও দিয়েছেন তিনি।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande