অনুব্রত-হীন বীরভূমে প্রথম লোকসভা ভোট, মঙ্গলবার জনসভা মমতার
বীরভূম, ২৩ এপ্রিল (হি. স.): মঙ্গলবার বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা। এদিকে একাধিক মা
mamata


বীরভূম, ২৩ এপ্রিল (হি. স.): মঙ্গলবার বীরভূমে মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী জনসভা। এদিকে একাধিক মামলায় হাজতবাস করছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতা অনুব্রত (কেষ্ট) মণ্ডল৷ ফলে প্রথমবার লোকসভা নির্বাচনের লড়াই কেষ্টকে ছাড়াই লড়বে তৃণমূল কংগ্রেস।

বীরভূম লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শতাব্দী রায়ের সমর্থনে এদিন প্রচার করবেন মুখ্যমন্ত্রী৷ স্বাভাবিকভাবেই ''কেষ্টহীন'' বীরভূমে নির্বাচনী প্রচারে এসে কী বার্তা দেন মুখ্যমন্ত্রী, সেদিকেই নজর সকলের ৷ জানা গিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায় উপস্থিত থাকবেন বীরভূম লোকসভা কেন্দ্রের প্রার্থী শতাব্দী রায়, বোলপুর কেন্দ্রের প্রার্থী অসিত কুমার মাল, মন্ত্রী চন্দ্রনাথ সিনহা, আশিস বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ-সহ জেলার বিধায়ক ও জেলা নেতৃত্ব ৷

একে কেষ্ট নেই, তার ওপর বীরভূম লোকসভায় অভিনেত্রী শতাব্দী রায়ের বিপরীতে রয়েছেন বিজেপি প্রার্থী প্রাক্তন আইপিএস অফিসার দেবাশিস ধর। সব মিলিয়ে এই জেলার লড়াই যে হাড্ডাহাড্ডি তা বলার অপেক্ষা রাখে না ৷

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande