বিজ্ঞাপনের মতোই বড় করে ক্ষমা চেয়েছেন কি? রামদেবকে ভর্ৎসনা সুপ্রিম কোর্টের
নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি. স.): ফের সর্বোচ্চ আদালতের কাছে ভর্ৎসনা রামদেবের। মঙ্গলবার আদালত বলে, খবরে
ramdev


নয়াদিল্লি, ২৩ এপ্রিল (হি. স.): ফের সর্বোচ্চ আদালতের কাছে ভর্ৎসনা রামদেবের। মঙ্গলবার আদালত বলে, খবরের কাগজে গোটা পাতা জুড়ে বিজ্ঞাপন দিতেন। সেভাবে বড় করে ক্ষমা চেয়েছেন ?

শীর্ষ আদালতের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে, রামদেবের ক্ষমাপ্রার্থনা নাকচ করা হল। কারণ ক্ষমা চাওয়ার ভঙ্গিমা আন্তরিক ছিল না। পতঞ্জলির বিভ্রান্তিকর বিজ্ঞাপনের মামলায় আদালতের কাছে জনসমক্ষে লিখিত ভাবে ক্ষমা চাইবেন বলে আর্জি জানিয়েছিলেন রামদেব। কিন্তু সেই আবেদনে কান দেয়নি সুপ্রিম কোর্ট। তার পরে জনসমক্ষে ক্ষমা চাওয়ার পথে হাঁটেন রামদেব।

মঙ্গলবার শুনানি চলাকালীন রামদেবের আইনজীবী জানান, মোট ৬৭টি সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করে ক্ষমা চেয়েছেন যোগগুরু। তার জন্য মোট ১০ লক্ষ টাকাও ব্যয় হয়েছে। এদিন আলাদা করে আদালতের কাছে গিয়েও ক্ষমাপ্রার্থনা করতে চান রামদেব ও তাঁর সহযোগী আচার্য বালকৃষ্ণ। এরপর সুপ্রিম কোর্টের বিচারপতি বলেন, সমস্ত বিজ্ঞাপনের নমুনা কেটে নিয়ে আসুন। আমরা দেখব।

হিন্দুস্থান সমাচার/ সৌম্যজিৎ




 

 rajesh pande