রাজগঞ্জে বন্ধ আরও একটি চা বাগান, ক্ষোভ শ্রমিকদের
রাজগঞ্জ, ২৩ এপ্রিল (হি. স.) : বন্ধ হয়ে গেল জলপাইগুড়ির রাজগঞ্জের আরও একটি চা বাগান । রাজগঞ্জ ব্লকের
রাজগঞ্জে বন্ধ আরও একটি চা বাগান, ক্ষোভ শ্রমিকদের


রাজগঞ্জ, ২৩ এপ্রিল (হি. স.) : বন্ধ হয়ে গেল জলপাইগুড়ির রাজগঞ্জের আরও একটি চা বাগান । রাজগঞ্জ ব্লকের সুখানি গ্রাম পঞ্চায়েতের সাওদা ভিটার প্রণবানন্দ এগ্রো স্টোরেস প্রাইভেট লিমিটেড নামে চা বাগানটিতে সাসপেনশন অফ ওয়ার্কের নোটিশ টাঙিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। ভোটের আবহে কর্মহীন হয়ে পড়লেন ৬৪ জন শ্রমিক।

মঙ্গলবার সকালে কাজে গিয়ে বাগান বন্ধের নোটিশ দেখে ক্ষোভ ফেটে পড়েন চা শ্রমিকরা। তাঁরা জানান, কোনওরকম আলোচনা না করে অন্যায়ভাবে বাগান বন্ধের নোটিশ দিয়েছে কর্তৃপক্ষ। অবিলম্বে বাগান খোলা না হলে তাঁরা নিজেরাই বাগান পরিচর্যা করে পাতা তুলে নেবেন বলে জানান। চা বাগান কর্তৃপক্ষের এই সিদ্ধান্তে ক্ষুব্ধ তৃণমূল চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সম্পাদক মোশারফ হোসেন। তিনি বলেন, ‘বিষয়টি নিয়ে রাজগঞ্জ থানার আইসি, ডিএলসি, বিডিও সহ সমস্ত জায়গায় জানানো হবে।’ এদিকে, বাগান কর্তৃপক্ষের দাবি, বার বার আলোচনা করেও ফলপ্রসূ না হওয়ায় বাগান বন্ধ করতে বাধ্য হয়েছে তারা।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande