১০ দিন পর যান চলাচলের জন্য আংশিক খুলে দেওয়া হল কাশ্মীরের মুঘল রোড
পুঞ্চ, ২৩ এপ্রিল (হি.স.) : ১০ দিন পর যান চলাচলের জন্য আংশিক খুলে দেওয়া হল কাশ্মীরের মুঘল রোড। তুষা
১০ দিন পর যান চলাচলের জন্য আংশিক খুলে দেওয়া হল কাশ্মীরের মুঘল রোড


পুঞ্চ, ২৩ এপ্রিল (হি.স.) : ১০ দিন পর যান চলাচলের জন্য আংশিক খুলে দেওয়া হল কাশ্মীরের মুঘল রোড। তুষারপাতের কারণে কাশ্মীরের মুঘল রোড ১০ দিনের জন্য বন্ধ ছিল। কাশ্মীর উপত্যকার শোপিয়ান জেলার রাজৌরি এবং পুঞ্চের সংযোগকারী মুঘল রোডটি মঙ্গলবার আংশিকভাবে যান চলাচলের জন্য খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার এক পুলিশ আধিকারিক এই তথ্য দিয়েছেন।

আধিকারিক আরও জানিয়েছেন, পীর কি গলি সহ অনেক স্থান তুষারপাতের পর আবার খুলে দেওয়া হল। এদিকে, জম্মু-শ্রীনগর মহাসড়কে উভয় দিকে যান চলাচল অব্যাহত রয়েছে। তিনি বলেন, শ্রীনগর থেকে কার্গিলের দিকে এসএসজি রোডে একদিকে যান চলাচল করানো হচ্ছে। যাত্রীদের রাস্তায় শৃঙ্খলা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে কারণ ওভারটেক করলে যানজটের সৃষ্টি হতে পারে।

হিন্দুস্থান সমাচার / অর্পিতা




 

 rajesh pande