বাংলাদেশকে ব্রহ্মপুত্র নদের তিনটি স্টেশনের বন্যা সংক্রান্ত তথ্য-উপাত্ত সরবরাহ অব্যাহত রাখবে চিন
কিশোর সরকার ঢাকা, ২৪ এপ্রিল (হি.স.) : চিনের ইয়ালুজাংবু (ইয়ালুজাংবুর বাংলাদেশ অংশের নাম ব্রহ্মপুত্র)
বাংলাদেশকে ব্রহ্মপুত্র নদের তিনটি স্টেশনের বন্যা সংক্রান্ত তথ্য-উপাত্ত সরবরাহ অব্যাহত রাখবে চিন


কিশোর সরকার

ঢাকা, ২৪ এপ্রিল (হি.স.) : চিনের ইয়ালুজাংবু (ইয়ালুজাংবুর বাংলাদেশ অংশের নাম ব্রহ্মপুত্র) নদের তিনটি স্টেশনের বন্যা সংক্রান্ত তথ্য-উপাত্ত বাংলাদেশকে সরবরাহ করছে বেইজিং। ঢাকা-বেইজিংয়ের মধ্যে এ সংক্রান্ত যে সমঝোতা স্মারক (এমওইউ) রয়েছে, এর মেয়াদ চলতি বছরের জুলাইয়ে শেষ হবে। নতুন করে এমওইউটি নবায়ন করতে চিনা প্রতিনিধি দল এখন ঢাকায়।

বুধবার সূত্র মারফত জানা গেছে, সফররত চিনের জলসম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদল মঙ্গলবার ঢাকায় বাংলাদেশের জল সম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসানের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ব্রহ্মপুত্র নদের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সংক্রান্ত সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। তবে তিস্তা প্রকল্প নিয়ে কোন আলোচনা হয়েছে কি-না তা জানা যায়নি।চিনা প্রতিনিধিদলের সঙ্গে জল সম্পদ সচিবের বৈঠকে বেইজিংয়ের প্রস্তাবিত তিস্তা প্রকল্প নিয়ে আলোচনার গুঞ্জন রয়েছে।

চিনের জল সম্পদ মন্ত্রণালয়ের একটি প্রতিনিধিদল গত সোমবার থেকে বাংলাদেশ সফরে রয়েছে। নয় সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন দেশটির জল সম্পদ মন্ত্রণালয়ের প্রধান পরিকল্পনাকারী উ ওয়েনজিং। প্রতিনিধিদলটি আগামী শুক্রবার পর্যন্ত বাংলাদেশে অবস্থান করবেন। সফরকালে প্রতিনিধিদলটি বন্যা নিয়ন্ত্রণ ও সতর্কীকরণ সেন্টার, হাইড্রোলজিক্যাল স্টেশন, সেচ প্রকল্প এবং পদ্মা নদীর ঊর্ধ্বসীমা এবং নিম্নসীমা পরিদর্শনের কথা রয়েছে।

বাংলাদেশের জল সম্পদ মন্ত্রণালয়ের এক আধিকারিক জানান, চিনের জল সম্পদ মন্ত্রণালয়ের প্রতিনিধিদলের সঙ্গে হওয়া বৈঠকে বাংলাদেশ ও চিনের মধ্যে জল সম্পদের ব্যবস্থাপনা ও উন্নয়নে সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনায় ব্রহ্মপুত্র নদের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ সংক্রান্ত সহযোগিতা। বাংলাদেশ ও চিনের মধ্যে জল সম্পদ ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে একটি সমঝোতা রয়েছে। সমঝোতার আলোকে চিন তার ভূ-খণ্ডে ইয়ালুং জাংবু/ব্রহ্মপুত্র নদের তিনটি স্টেশন থেকে আমাদের ডাটা দিয়ে থাকে। যার আওতায় আমরা বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ তথ্য পাই। এই যে ব্রহ্মপুত্র নদের তিনটি স্টেশন থেকে বাংলাদেশ যে তথ্য-উপাত্ত পায়, এ সংক্রান্ত সমঝোতার মেয়াদ জুলাইয়ে শেষ হয়ে যাবে।

যৌথ নদী কমিশনের তথ্য বলছে, সমঝোতার আলোকে বাংলাদেশের ব্রহ্মপুত্র নদের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে চিন তার ভূ-খণ্ডে অবস্থিত ইয়ালুং জাংবু/ব্রহ্মপুত্র নদের তিনটি স্টেশন, নুসিয়া, নাগেসা ও ইয়াংকানের বন্যা সংক্রান্ত তথ্য-উপাত্ত ২০০৬ সালের জুন মাস থেকে আনুষ্ঠানিকভাবে বন্যার তথ্য-উপাত্ত প্রেরণের নিমিত্ত ২০০৮ সালের সেপ্টেম্বরে বাংলাদেশ ও চিনের মধ্যে পাঁচ বছর মেয়াদি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। পাঁচ বছর পরপর দুদেশের মধ্যে এক বৈঠকে সমঝোতা স্বাক্ষরিত হয়ে আসছে।

হিন্দুস্থান সমাচার /




 

 rajesh pande