আগরতলায় নেশা সামগ্রী সহ জিআরপির হাতে গ্ৰেফতার পাঁচ যুবক
আগরতলা, ২৫ এপ্রিল (হি.স.) : নেশা সামগ্রী সহ পাঁচ যুবককে গ্রেফতার করল আগরতলা রেল স্টেশনের জিআরপি থানা
আগরতলায় নেশা সামগ্রী সহ জিআরপির হাতে গ্ৰেফতার পাঁচ যুবক


আগরতলা, ২৫ এপ্রিল (হি.স.) : নেশা সামগ্রী সহ পাঁচ যুবককে গ্রেফতার করল আগরতলা রেল স্টেশনের জিআরপি থানার পুলিশ। বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেশা জাতীয় কফ সিরাপ সহ ৫ যুবককে গ্রেফতার করা হয়।

আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি জানান, বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যোগেন্দ্রনগর রেল স্টেশনে কয়েকজন লোক নেশাসামগ্রী নিয়ে রেল থেকে নামতে পারে। সেই মোতাবেক রেল পুলিশ যোগেন্দ্রনগর রেল স্টেশনে গিয়ে ওত পেতে বসে। রেল পুলিশ লক্ষ্য করে এক যুবক একটি বস্তা নিয়ে রেল স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছে। সাথে সাথে রেল পুলিশ স্থানীয়দের সহযোগিতায় যুবককে আটক করে। তার সাথে থাকা বস্তায় তল্লাশি চালানোর পর উদ্ধার হয় ১৬০ বোতল নেশা জাতীয় কফ সিরাপ। যার কালোবাজারি মূল্য আনুমানিক ৮০ হাজার টাকা।

ধৃত যুবককে জিজ্ঞাসাবাদের পর সে স্বীকার করে তার সাথে আরও কয়েকজন যুক্ত রয়েছে। তারা আগরতলা রেল স্টেশনে অপেক্ষা করছে। যথারীতি রেল পুলিশ ধৃত যুবককে নিয়ে আগরতলা রেল স্টেশনে পৌঁছায়। ধৃত যুবকের সাথে নেশা সামগ্রী পাচারের কাজে যুক্ত আরও চার যুবককে আটক করে। ধৃত ৫ জনেরই বাড়ি বিহারে। বৃহস্পতিবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালে সোপর্দ করে রেল পুলিশ। উল্লেখ্য রেলে নেশা সামগ্রী চোরাচালান দিনেদিনে বেড়ে চলেছে। আগরতলা জিআরপি থানার পুলিশ অনেকটাই সচেতন থাকায় প্রতিনিয়ত আটক হচ্ছে পাচারকারীরা।

হিন্দুস্থান সমাচার / সুভাষ




 

 rajesh pande