নির্বাচনী ডিউটিতে গিয়ে সার্ভিস রাইফেলের গুলিতে মৃত্যু বিএসএফ জওয়ানের
কাঞ্চনপুর (ত্রিপুরা), ২৫ এপ্রিল (হি.স.) : পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে কাঞ্চনপুরে ডিউটিতে
BSF jawan killed by service rifle while on election duty (Pix by Monojit)


কাঞ্চনপুর (ত্রিপুরা), ২৫ এপ্রিল (হি.স.) : পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে কাঞ্চনপুরে ডিউটিতে এসে বুধবার রাতে অস্বাভাবিক মৃত্যু হলো রাকসা নার্গিস কেশব নামের ২৭ বছর বয়সি এক বিএসএফ জওয়ানের। মৃত জওয়ানের বাড়ি মহারাষ্ট্রে।

জানা গিয়েছে, লোকসভা নির্বাচনের ডিউটিতে গিয়েছিলেন পানিসাগরস্থিত বিএসএফের ১৯৯ নং ব্যাটালিয়নের জওয়ানরা। বুধবার মধ্যরাতে ডিউটি চলাকালীন বাসে করে যাওয়ার সময় কাঞ্চনপুর পেট্রোল পাম্প সংলগ্ন সড়কে চলন্ত বাসে নিজের সার্ভিস রাইফেলের লক খুলে যায়। এতে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় রাকসা নার্গিস কেশব নামের এই বিএসএফ জওয়ানের।

রাতেই মৃতদেহ কাঞ্চনপুর মহকুমা হাসপাতালে মর্গে নিয়ে যাওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ মৃতদেহ ময়না তদন্তের পর বিএসএফ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়। পরে বিএসএফ কর্তৃপক্ষ মৃতদেহটি জওয়ানের বাড়িতে পাঠানোর ব্যবস্থা করেছে।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande