গোসাঁইগাঁওয়ে চুরির গরু ও গো-মাংস সহ আটক পাচারে ব্যবহৃত দামি কার, আটক এক
গোসাঁইগাঁও (অসম), ২৫ এপ্রিল (হি.স.) : কোকরাঝাড় জেলার অন্তর্গত গোসাঁইগাঁও মহকুমার তুলসীবিলের ১ নম্বর
Car carrying smuggled cattle seized in Gossaingaon


গোসাঁইগাঁও (অসম), ২৫ এপ্রিল (হি.স.) : কোকরাঝাড় জেলার অন্তর্গত গোসাঁইগাঁও মহকুমার তুলসীবিলের ১ নম্বর কার্তিমারি এলাকায় চুরির গরু এবং গো-মাংস সহ আটক করা হয়েছে পাচারে ব্যবহৃত দামি চার চাকার কার। গরু পাচারে জড়িত অভিযোগে পুলিশ আটক করেছে একজনকে। ধৃতকে জনৈক সাদেক আলি বলে শনাক্ত করেছে পুলিশ। তবে সুযোগ বুঝে অপর অভিযুক্ত হাসেম আলি পালিয়ে গা ঢাকা দিয়েছে।

ঘটনা সম্পৰ্কে স্থানীয় জনতার অভিযোগ, তুলসীবিল পুলিশের সঙ্গে গরু পাচারকারীদের গোপন সমঝোতা বহুদিনের। তুলসীবিল এলাকার বাসিন্দাদের পালিত গরু প্রায় প্রতিদিন চুরি হয়। এ ব্যাপারে পুলিশকে পদক্ষেপ নিতে বহুবার তাঁরা আবেদন জানিয়েছেন। কিন্তু পুলিশ চোখ বুজে গরু চোর ও পাচারকারীদের রক্ষণাবেক্ষণ দিচ্ছিল।

আজ সকালে সন্দেহের বশে এএস ০১ কিউ ০০১৪ নম্বরের একটি দামি কারের গতিরোধ করে তাতে তালাশি চালান স্থানীয়রা। তালাশি চালিয়ে গাড়ির ভিতরে গো-মাংসের বড় থলি এবং চার পা বাঁধা তিনটি গরু দেখেন তাঁরা। এ নিয়ে গাড়ির চালক সহ দুই আরোহীর সঙ্গে বেশ কিছুক্ষণ বাদানুবাদ হয়।

ইত্যবসরে তুলসীবিল পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে দলবল নিয়ে পুলিশের একজন সা-ইনস্পেক্টর আসেন ঘটনাস্থলে। পুলিশ গো-মাংস, তিনটি গরু, বিলাসী গাড়ি সহ সাদেক আলিকে থানায় নিয়ে গেছে। এর পরের খবর এখনও পাওয়া যায়নি। তবে জানা গেছে, গরু ও মাংসগুলি তুলসীবিল থেকে ধুবড়ি নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল তস্করদের।

হিন্দুস্থান সমাচার / কিশোর / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande