কল্যাণীতে গাড়ির ইঞ্জিন অয়েল তৈরির কারখানায় আগুন, শর্টসার্কিট থেকে বিপত্তি বলে অনুমান
কল্যাণী, ২৫ এপ্রিল (হি.স.): নদিয়া জেলার কল্যাণী শিল্পাঞ্চল এলাকায় আগুন লাগল গাড়ির ইঞ্জিন অয়েল তৈরি
শর্টসার্কিট থেকে বিপত্তি বলে অনুমান


কল্যাণী, ২৫ এপ্রিল (হি.স.): নদিয়া জেলার কল্যাণী শিল্পাঞ্চল এলাকায় আগুন লাগল গাড়ির ইঞ্জিন অয়েল তৈরির কারখানায়। বুধবার রাতে ওই কারখানায় আগুন লাগে, রাতের অন্ধকারে দাউদাউ করে জ্বলতে থাকে আগুন। আগুন লেগে যায় পাশের কারখানাতেও। স্থানীয় মানুষ ও দমকলের ৪টি ইঞ্জিনের দীর্ঘ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

পুলিশ ও দমকল সূত্রের খবর, বুধবার রাতে নদিয়ার কল্যাণী ইন্ডাস্ট্রিয়াল এলাকার ১৪ নম্বর ওয়ার্ডের একটি গাড়ির ইঞ্জিন অয়েল তৈরির কারখানায় রাতে আগুন লেগে বিপত্তি ঘটে। দমকল ও পুলিশের প্রাথমিক অনুমান, শর্ট সার্কিট থেকেই আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি।

হিন্দুস্থান সমাচার। রাকেশ।




 

 rajesh pande