নকশালবাড়ির বুথে ভুয়ো ভোটারকে কেন্দ্র করে উত্তেজনা
নকশালবাড়ি, ২৬ এপ্রিল (হি.স.) : শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ভোটগ্রহণ চলছে উত্তরবঙ্গের
নকশালবাড়ির বুথে ভুয়ো ভোটারকে কেন্দ্র করে উত্তেজনা


নকশালবাড়ি, ২৬ এপ্রিল (হি.স.) : শুক্রবার লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্যায়ে ভোটগ্রহণ চলছে উত্তরবঙ্গের তিনটি আসন দার্জিলিং, রায়গঞ্জ এবং বালুরঘাটে । এদিন ভোট চলাকালীন ভুয়ো ভোটারকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দার্জিলিংয়ের নকশালবাড়ির ২৫/৭৭ নম্বর বুথে।

জানা গিয়েছে, বাগডোগরার বাসিন্দা আসমা খাতুন শুক্রবার ভোট দিতে নিজের এলাকা নকশালবাড়ি দক্ষিণ তোতারাম জোত ভৈষাটি প্রাইমারি স্কুলে আসেন। তিনি ভোটার স্লিপ নিয়ে ভোটকেন্দ্রে প্রবেশ করতেই জানতে পারেন, তাঁর ভোট অন্য কেউ দিয়েছেন। এনিয়ে এলাকায় ঝামেলা শুরু হয়। ঘটনাস্থলে যান পুলিশ ও সেক্টর অফিসার। মহিলাকে পুনরায় ভোটকেন্দ্রে নিয়ে যান আধিকারিকরা। সেক্টর অফিসার পরে টেন্ডার ভোটের আশ্বাস দিলে বিক্ষোভ তুলে নেন স্থানীয়রা। জানা গিয়েছে, আসমা খাতুনের নামে আরও চারজন মহিলা ওই বুথে রয়েছে।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande