ত্রিপুরায় লোকসভা নির্বাচনে ভোট বয়কট গন্ডাছড়ার সদাই কুমার পাড়ার
গন্ডাছড়া, ২৬ এপ্রিল (হি.স.) : লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণকে কেন্দ্র করে অশান্ত হ
ত্রিপুরায় লোকসভা নির্বাচনে ভোট বয়কট গন্ডাছড়ার সদাই কুমার পাড়ার


গন্ডাছড়া, ২৬ এপ্রিল (হি.স.) : লোকসভা নির্বাচনে পূর্ব ত্রিপুরা আসনে ভোট গ্রহণকে কেন্দ্র করে অশান্ত হয়ে উঠে গন্ডাছড়া মহকুমার ৪৪ রাইমাভ্যালি গঙ্গানগর ব্লকের অন্তর্গত চাকমা পাড়ার ভিলেজের ৪৪/৫ পোলিং স্টেশন। সদাই কুমার এলাকার পাঁচটি পাড়ার জনজাতি অংশের ভোটার ভোট বয়কট করেন।

৪৪/৫ পোলিং সেন্টারের পিসাডিং অফিসার জানান, যথা সময় ভোট নেওয়ার জন্য প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে ছিল। বিভিন্ন দলের পোলিং এজেন্ট এসে হল–এ প্রবেশ করেন। তাঁরা ভোট দেন। ১ হাজার ৫৯টি ভোটের মধ্যে সকাল নয়টা পর্যন্ত নয়টি ভোট পড়ে।

পাঁচটি পাড়ার এলাকাবাসী জানান, নির্বাচনের আগে ধলাই জেলা প্রশাসনকে জানিয়ে দেওয়া হয়েছে যে তাদের পাড়ার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। চিকিৎসার জন্য রোগী নিয়ে গঙ্গানগর স্বাস্থ্য কেন্দ্রে আনা সম্ভব নয়। নেই পানীয় জল, বিদ্যুৎ। স্কুল থাকলেও ক্লাশ রুমে পাড়ার গরু ছাগল ঘুমায়।

এ নিয়ে এলাকাবাসী ধলই জেলা প্রশাসনকে একাধিকবার জানিয়েও কোনও ফল হয়নি। প্রতিশ্রুতি দিয়েছিলেন, কাগজে লিখিত দিয়েছিলেন। কাজ আর হলো না। তাই সদাই কুমার পাড়ার জনজাতিরা আজ ভোট বয়কট করেন।

ভোট বয়কটের খবর পেয়ে বেলা দুটায় ধলাই জেলা এডিএম সদাই কুমার পাড়ায় ছুটে যান। এডিএম–কে দেখে গো ব্যাক স্লোগান তুলেন তাঁরা।

হিন্দুস্থান সমাচার / সুভাষ




 

 rajesh pande