সেরি এ: প্রথমবারের মতো খেলার দায়িত্ব নেবে মহিলা রেফারি দল
রোম, ২৬ এপ্রিল (হি.স.) : ইতালীয় রেফারি অ্যাসোসিয়েশন (এআইএ) বৃহস্পতিবার জানিয়েছে, এই রবিবার প্রথম
সেরি এ: প্রথমবারের মতো খেলার দায়িত্ব নেবে মহিলা রেফারি দল


রোম, ২৬ এপ্রিল (হি.স.) : ইতালীয় রেফারি অ্যাসোসিয়েশন (এআইএ) বৃহস্পতিবার জানিয়েছে, এই রবিবার প্রথমবারের মতো একটি সেরি এ ম্যাচ পরিচালনা করবে একটি মহিলা রেফারি দল। লিগ চ্যাম্পিয়ন ইন্টার মিলান তোরিনোতে ম্যাচটি হোস্ট করবে এবং খেলাটিতে রেফারি থাকবেন- মারিয়া সোলে ফেরেরি ক্যাপুটি, আর সহকারী হিসেবে যোগ দেবেন ফ্রান্সেসকা ডি মন্টে এবং টিজিয়ানা ট্রাসিয়াটি।৩৩ বছর বয়সি ফেরেরি ক্যাপুটি ইতিমধ্যেই সেরি এ-তে প্রথম মহিলা রেফারি হিসাবে ইতিহাস তৈরি করেছেন। কারণ, তিনি ১৯২২ সালেসাসসুয়োলো-সেলিনিটানার দায়িত্ব নেন।ইতালীয় ফুটবলের ঐতিহ্যগতভাবে পুরুষ-শাসিত ফুটবলে এই মাইলফলকটি আসে অনেক সমস্যার বেড়াজাল পেরিয়ে।

হিন্দুস্থান সমাচার /শান্তি




 

 rajesh pande