পানাগড়ে গরমে হৃদরোগে মৃত্যু বৃদ্ধের, কাঁকসায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু যুবকের
দুর্গাপুর, ২৭ এপ্রিল (হি. স.) : বৃষ্টির দেখা নেই। গরম হাঁসফাস শিল্পাঞ্চলের জনজীবন। তীব্র দাবদহের সঙ্
পানাগড়ে গরমে হৃদরোগে মৃত্যু বৃদ্ধের, কাঁকসায় স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু যুবকের


দুর্গাপুর, ২৭ এপ্রিল (হি. স.) : বৃষ্টির দেখা নেই। গরম হাঁসফাস শিল্পাঞ্চলের জনজীবন। তীব্র দাবদহের সঙ্গে বয়ছে তাপপ্রবাহ। পানাগড়ে গরমে হৃদরোগে মৃত্যু হল এক বৃদ্ধের। আবার কাঁকসার রূপগঞ্জে গরমে স্বস্তি পেতে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল যুবকের। ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চলজুড়ে।

প্রসঙ্গত, কয়েকদিন আগেই আবহাওয়া দফতর গরমের সতর্ক বার্তা দিয়েছিল। আর সেই তীব্র গরমে নাকাল রাঢ়বঙ্গবাসী। এপ্রিলের তৃতীয় সপ্তাহে তাপমাত্রা উর্ধমুখী। আসানসোল, দুর্গাপুর, পানাগড়, বাঁকুড়া প্রখর রোদে জ্বলছে। পানাগড়, বাঁকুড়া জেলার তাপমাত্রা কখনও ছাড়িয়ে পড়ছে ৪৫ ডিগ্রি। তার সঙ্গে বাতাসে বয়ছে তাপপ্রবাহ। ইতিমধ্যে সব রেকর্ড ছাপিয়ে তাপমাত্রার নিরিখে বিশ্বরে সপ্তম স্থানে পৌঁছে গেছে বাঁকুড়া।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গেছে, শুক্রবার পশ্চিম বর্ধমানের আসানসোলে তাপমাত্রা ছিল ৪২.৪ ডিগ্রি, পানাগড় ৪৪.৬ ডিগ্রি, বর্ধমান ৪২.৬ ডিগ্রি, বাঁকুড়া ৪৩.৯, পুরুলিয়ায় ছিল ৪২.৭ ডিগ্রি, তীব্র দাবদাহে কার্যত জনজীবন বিপর্যস্ত। সকাল থেকেই চড়া রোদ, বেলা বাড়লেই তাপমাত্রা হু হু করে চড়তে শুরু করছে। প্রশাসন সতর্কবার্তা জারি করেছে। বেলা গড়াতেই বইছে তাপপ্রবাহ। গরমে হাঁসফাস জনজীবন শিল্পাঞ্চলজুড়ে। গত কয়েকদিন ধরে বৃষ্টির দেখা নেই শিল্পাঞ্চলজুড়ে। পাল্লা দিয়ে বাড়ছে তাপমাত্রা, বইছে গরম হাওয়া। গত দুদিন ধরে সকাল থেকে দুর্গাপুর, অন্ডাল, পানাগড়, বুদবুদ এলাকায় তাপমাত্রার পারদ বাড়তে শুরু করেছে। গরম পানাগড় বাজারে হৃদরোগে মৃত্যু হয়েছে এক হোটেল কর্মচারী। মৃতের নাম শম্ভু শর্মা (৬৫)। জানা গেছে তার বাড়ী মালদায়। এদিন দুপুরে আচমকা অসুস্থ বোধ করে। তারপরই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষনা করে।

উল্লেখ্য, কয়েকদিন আগে বুদবুদের মানকরে গরমে হৃদরোগে মৃত্যু হয় এক মহিলার। তারপর এদিনের ঘটনায় স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে শিল্পাঞ্চল জুড়ে। অন্যদিকে তীব্র দাবদহ থেকে রেহায় পেতে কাঁকসার রূপগঞ্জে পুকুরে স্নান করতে নেমে তলিয়ে মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম সুজন ঢালি (২১)। কাঁকসার বিদবিহারের দুবরাজপুর কলোনির বাসিন্দা। শুক্রবার দুপুরে রূপগঞ্জের জলাশয়ে চিৎকার শুনতে পায় আশপাশের লোকজন। খবর পেয়ে পুলিশ ডুবুরিকে সঙ্গে নিয়ে পৌছান ওই জলাশয়ে। প্রায় চার ঘন্টার প্রচেষ্টায় জলাশয় থেকেই উদ্ধার হয় ওই যুবকের মৃতদেহ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

হিন্দুস্থান সমাচার / জয়দেব




 

 rajesh pande