দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ, হেড টু হেড রেকর্ড, সামগ্রিক পরিসংখ্যানে কে এগিয়ে
কলকাতা, ২৭ এপ্রিল (হি.স.) : শনিবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্
দিল্লি ক্যাপিটালস বনাম মুম্বই ইন্ডিয়ান্স ম্যাচ, হেড টু হেড রেকর্ড, সামগ্রিক পরিসংখ্যানে কে এগিয়ে


কলকাতা, ২৭ এপ্রিল (হি.স.) : শনিবার নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। এই ম্যাচের আগে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ঘরের মাঠে ৪ রানের রোমাঞ্চকর জয় পেয়েছে দিল্লি। আর মুম্বই তার শেষ খেলায় রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নয় উইকেটে জিতেছে। ম্যাচের আগে জেনে নিন হেড-টু-হেড পরিসংখ্যান কারা এগিয়ে রয়েছে।

আইপিএলে এমআই বনাম ডিসি হেড-টু-হেড:

**খেলা হয়েছে : ৩৪টি

**মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে: ১৯টি

**দিল্লি ক্যাপিটালস জিতেছে: ১৫টি

**শেষ ফলাফল: মুম্বই ইন্ডিয়ান্স ২৯ রানে জিতেছে (২০২৪)।

**শেষ ৫ ম্যাচের ফলাফল: মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে - ৩টি, দিল্লি ক্যাপিটাল জিতেছে- ২টি।

অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলে ডিসি বনাম এমআই হেড-টু-হেড:

**খেলা হয়েছে : ১১টি

দিল্লি ক্যাপিটালস জিতেছে: ৬টি

**মুম্বই ইন্ডিয়ান্স জিতেছে: ৫টি

**শেষ ফলাফল: মুম্বই ইন্ডিয়ান্স ৬ উইকেটে জিতেছে (২০২৩)

**শেষ ৫ ফলাফল: মুম্বই জিতেছে -৩টি,দিল্লি জিতেছে- ২টি।

অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএলে ডিসি সার্বিক রেকর্ড:

**ম্যাচ হয়েছে: ৭৯টি

**ডিসি জিতেছে: ৩৩টি

**ডিসি হেরেছে : ৪৪টি

**ফলাফল হয়নি: দুটি

**শেষ ফলাফল: গুজরাট টাইটানসকে ৪ রানে হারায় (২০২৪)

**দিল্লি সর্বোচ্চ স্কোর: ২৩১/৪(২০) বনাম পঞ্জাব (২০১১)

**দিল্লির সর্বনিম্ন স্কোর: ৬৬ (১৩.৪) বনাম মুম্বই (২০১৭)।

হিন্দুস্থান সমাচার /শান্তি




 

 rajesh pande