আরপিএফ-এর হাতে ১৭৩ জন দালাল ও যাত্রীর সামগ্রী চুরির অভিযোগে ৪৩৭ জন গ্রেফতার
দালালদের কাছ থেকে উদ্ধার ২২.৮১ লক্ষ টাকার বেশি মূল্যের রেলওয়ে টিকিট গুয়াহাটি, ২৮ এপ্রিল (হি.স.) :
brokers arrested by RPF


দালালদের কাছ থেকে উদ্ধার ২২.৮১ লক্ষ টাকার বেশি মূল্যের রেলওয়ে টিকিট

গুয়াহাটি, ২৮ এপ্রিল (হি.স.) : দালালদের উপদ্রব নিয়ন্ত্রণ করার লক্ষ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের অধীন রেলওয়ে সুরক্ষা বাহিনীর (আরপিএফ) নিয়মিত অভিযানে বেশ কয়েকজন দালাল ও যাত্রীদের চুরি যাওয়া সমাগ্রী উদ্ধার হয়েছে। সম্প্রতি ২৩ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত এই জোনের মধ্যে তল্লাশি অভিযান চালিয়ে আরপিএফ দুই দালালকে আটক করে এবং তাদের কাছ থেকে ১৭ হাজার টাকার বেশি মূল্যের রেলওয়ে টিকিট উদ্ধার করেছে। এই সময়ের মধ্যে যাত্রীদের সামগ্রী চুরি করার অভিযোগে এক ব্যক্তিকেও আটক করা হয়েছে।

আজ উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে এক প্রেস বিবৃতিতে জানান, ২০২৩-২৪ সময়সীমার মধ্যে উত্তরপূর্ব সীমান্ত রেলওয়ের আরপিএফ ১৭৩ জন দালালকে আটক করেছে। যখন যেখানে প্রয়োজন হয়েছে তখন সেখানে গভর্মেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি) ও স্থানীয় থানার পুলিশ কর্মীদের সাথে নিয়ে অভিযান চালানো হয়েছে। অভিযানগুলির সময় ২২.৮১ লক্ষ টাকা (আনুমানিক) মূল্যের ১,১৭৯ টিকিট উদ্ধার করা হয়। পাশাপাশি ২০২৩-২৪ সময়সীমার মধ্যে যাত্রীদের সামগ্রী চুরি করার অভিযোগে ৪৩৭ জনকে আটক করা হয়। ধৃতদের বিরুদ্ধে রেলওয়ে আইনের প্রাসঙ্গিক ধারার অধীনে আইনি প্রক্রিয়া শুরু করা হয়েছে।

২৩ এপ্রিল (২০২৪)-এর এক ঘটনায় ডালখোলার আরপিএফ পশ্চিমবঙ্গের উত্তর দিনাজপুরে অবস্থিত ‘মুখলেস ট্র্যাভেল্স সার্ভিস’-এ অভিযান চালায়। ওই অভিযানে আরপিএফ প্রায় ১৩,৮২০ টাকা মূল্যের পাঁচটি ই-টিকিট উদ্ধার করে ঘটনার সাথে জড়িত অভিযোগে এক দালালকে আটক করে। পরবর্তী পদক্ষেপের জন্য ডালখোলা পোস্টে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়। ২৪ এপ্রিল (২০২৪) অন্য এক অভিযানে আলিপুরদুয়ারের আরপিএফ এক দালালকে আটক করে প্রায় ৩,৪৪০ টাকা মূল্যের একটি রেলওয়ে টিকিট উদ্ধার করে। এ ঘটনা সম্পর্কে নিউ কোচবিহার আরপিএফ পোস্টে রেলওয়ে আইনের ১৪৩ ধারার অধীনে একটি মামলা দায়ের করা হয়েছে।

২৫ এপ্রিল (২০২৪) কাটিহারের আরপিএফ জিআরপি টিমের সাথে যৌথভাবে কাটিহার রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে এক ব্যক্তিকে আটক করে এবং তার কাছ থেকে একটি চুরির মোবাইল ফোন উদ্ধার করে। পরে আইনি পদক্ষেপ গ্রহণ করার জন্য উদ্ধারকৃত মোবাইল ফোন সহ ধৃত ব্যক্তিকে সংশ্লিষ্ট জিআরপি ইন-চার্জের হাতে তুলে দেওয়া হয়।

হিন্দুস্থান সমাচার / স্নিগ্ধা / সমীপ / অরবিন্দ




 

 rajesh pande