শিলিগুড়িতে পাচারের আগে লরি থেকে ২০টি গবাদিপশু বাজেয়াপ্ত, চালক গ্রেফতার
শিলিগুড়ি, ২৮ এপ্রিল (হি.স.) : পাচারের আগে একটি লরি থেকে ২০টি গরু বাজেয়াপ্ত করেছে বিধাননগর থানার পু
শিলিগুড়িতে পাচারের আগে লরি থেকে ২০টি গবাদিপশু বাজেয়াপ্ত, চালক গ্রেফতার


শিলিগুড়ি, ২৮ এপ্রিল (হি.স.) : পাচারের আগে একটি লরি থেকে ২০টি গরু বাজেয়াপ্ত করেছে বিধাননগর থানার পুলিশ। একই সঙ্গে গরু পাচারের অভিযোগে লরি চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃত লরি চালকের নাম আমানুর হক। তিনি অসামের বাসিন্দা।

সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে ফাঁসিদেওয়া ব্লকের বিধাননগরের মুরলিগঞ্জে নাকা চেকিংয়ের সময় একটি লরিতে ২০টি গবাদি পশু পাওয়া যায়। লরি চালকের কাছে গরু সংক্রান্ত বৈধ কাগজপত্র চাওয়া হলে তিনি তা দেখাতে পারেননি। এর পরে লরি চালককে গ্রেফতার করে বিধাননগর থানার পুলিশ। চালককে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে বিহার থেকে অসম হয়ে বাংলাদেশে গরু পাচারের পরিকল্পনা ছিল। বিধাননগর থানার পুলিশ পরবর্তী ব্যবস্থা নিতে শুরু করেছে ।

হিন্দুস্থান সমাচার / সোনালি




 

 rajesh pande