কারস্টেন ও গিলেস্পিই পাকিস্তান দলের নতুন কোচ হলেন
করাচি, ২৮ এপ্রিল (হি.স.) : বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল গ্যারি কারস্টেন এবং জেসন গিলেস্পির পাকিস্ত
কারস্টেন ও গিলেস্পিই পাকিস্তান দলের নতুন কোচ হলেন


করাচি, ২৮ এপ্রিল (হি.স.) : বেশ কিছুদিন ধরেই গুঞ্জন চলছিল গ্যারি কারস্টেন এবং জেসন গিলেস্পির পাকিস্তান দলের কোচ হওয়া নিয়ে।শেষ পর্যন্ত গুঞ্জন সত্যি হল। পাকিস্তানের নতুন কোচ হতে যাচ্ছেন দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ওপেনার গ্যারি কারস্টেন এবং অস্ট্রেলিয়ার প্রাক্তন পেসার জেসন গিলেস্পি।পাকিস্তানের সাদা বলের প্রধান কোচ হচ্ছেন কারস্টেন। আর লাল বলের প্রধান কোচের দায়িত্ব পাচ্ছেন গিলেস্পি। আর সব সংস্করণেই পাকিস্তানের সহকারী কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন প্রাক্তন অলরাউন্ডার আজহার মেহমুদ। রবিবার এই বিষয়টি জানিয়েছেন পিসিবি প্রধান মহসিন নাকভি। আর আজহার মেহমুদ বর্তমানে দলটির অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পালন করছেন।

হিন্দুস্থান সমাচার/ শান্তি




 

 rajesh pande