গভীর রাতে পুলিশ দেখে খেতে চুরির বাইক রেখে ফেরার দুষ্কৃতীরা
শিলচর (অসম), ২৮ এপ্রিল (হি.স.) : শনিবার গভীর রাতে ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টের টহলদারির সম
Miscreants left the stolen bike to


শিলচর (অসম), ২৮ এপ্রিল (হি.স.) : শনিবার গভীর রাতে ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টের টহলদারির সময় চেংকুড়ি এলাকায় বাজাজ পালসার বাইক চুরি করে পালিয়ে যাওয়ার ঘটনা নজরে পড়ে পুলিশের। একটি পালসার বাইক নিয়ে তিন ব্যক্তি দ্রুতগতিতে যাওয়ার দৃশ্য দেখে পুলিশের সন্দেহ হয়। তখন পুলিশ কর্মীরা বাইকটির পিছু ধাওয়া করেন। কিছুক্ষণ যাওয়ার পর অবস্থা বেগতিক বুঝতে পেরে ক্ষেতের মাঠে বাইক রেখে পালিয়ে যায় চোরের দল। মোটর বাইকের শব্দ শুনে আশপাশের লোকজন ঘর থেকে বেরিয়ে আসেন। তখন পরিত্যক্ত অবস্থায় বাজাজ বাইকটিকে উদ্ধার করে পুলিশ পেট্রল পোস্টে নিয়ে যায়।

ঘটনার বিবরণে জানা গেছে, শনিবার শিলচর ন্যাশনাল হাইওয়ে পেট্রোল পোষ্টের ইনচার্জ কপিল দেবনাথের নির্দেশে এএসআই আব্দুল হক লস্কর দলবল নিয়ে রাতে চেংকুড়ি এলাকায় টহলদারিতে বের হন। তখন তিন জন ব্যক্তি একটি বাজাজ পালসার মটরসাইকেলে চড়ে দ্রুত গতিতে যাচ্ছিল। গভীর রাতে দ্রুত গতিতে মটরসাইকেল চালানোর নমুনা দেখে পুলিশের সন্দেহ ঘণীভূত হয়। তারা তড়িঘড়ি বাইকটির পিছু ধাওয়া করেন।

পেছনে পুলিশ ধাওয়া করছে বুঝে উপায়ন্তর পেয়ে মটর সাইকেলটি ক্ষেতের জমিতে ফেলে পালিয়ে যায় দুস্কৃতীরা। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে চুরি যাওয়া মটর সাইকেলটির মালিক মুন্না মিয়াঁ জানান, চেংদুয়ার বস্তিতে এদিন রাতে ১-টা নাগদ এক দল দুস্কৃতী তার ঘরের দরজা ভেঙ্ মটর সাইকেল নিয়ে পালিয়ে যায়। তার পর তিনি খোঁজাখুজি শুরু করেন। পরে খবর পেয়ে ন্যাশনাল হাইওয়ে পুলিশ পেট্রোল পোস্টে গিয়ে বাইকটি শনাক্ত করেন তিনি।

তিনি ও ভিডিপি-র সম্পাদক সালিমুল হক খান মটর সাইকেলকে শনাক্ত করে পুলিশ প্রশাসনের তৎপরতার জন্য ধন্যবাদ জানান এবং চোরদের পাকড়াও করে দৃষ্টান্তমূলক শাস্তির বিহিত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

হিন্দুস্থান সমাচার / বিশু




 

 rajesh pande