ত্রিপুরা : ওএনজিসির বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত একাধিক পরিবার
বিশালগড় (ত্রিপুরা), ২৮ এপ্রিল (হি.স.) : প্রাকৃতিক গ্যাসের সন্ধানে ওএনজিসি কর্তৃপক্ষ মাটির নীচে বোমা
Several families affected by the ONGC blast


বিশালগড় (ত্রিপুরা), ২৮ এপ্রিল (হি.স.) : প্রাকৃতিক গ্যাসের সন্ধানে ওএনজিসি কর্তৃপক্ষ মাটির নীচে বোমা বিস্ফোরণের ফলে এলাকার একাধিক পরিবারের বসতঘর ফেঁটে চৌচির। ঘটনা সিপাহীজলা জেলার উওর চড়িলাম ফকিরামুড়া,পরিমল চৌমুহনি এলাকায়।ওএনজিসি কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি জানিয়েছন ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা রবিবার দুপুরে।

জানা গিয়েছে, বেশ কিছুদিন যাবৎ উত্তর চড়িলাম ফকিরামুড়া, পরিমল চৌমুহনি এলাকায় প্রাকৃতিক গ্যাসের সন্ধানে ওএনজিসি কর্তৃপক্ষ কোন রকম নোটিশ ছাড়াই ফকিরামুড়া, পরিমল চৌমুহনি এলাকায় মাটির নিচে বোমা ফাটাচ্ছেন। যার ফলে ফকিরামুড়া,পরিমল চৌমুহনি এলাকার হাবিবুর রহমান ও ফরিদ মিয়ার নবনির্মিত বসত ঘর ফেঁটে চৌচির হয়ে যায়।

হাবিবুর রহমান ও ফরিদ মিয়া সহ তাদের পরিবারের সদস্যরা ওএনজিসি কর্তৃপক্ষের কাছে বসত ঘরের পাশে বোমা বিস্ফোরণে অনেকবার বারণ করেছেন। কিন্তু ওএনজিসি কর্তৃপক্ষ হাবিবুর রহমানের ও ফরিদ মিয়ার পরিবারের কথায় কোনরকম কর্ণপাত করেননি এবং এলাকায় মাটির নিচে বোমা বিস্ফোরণের ফলে একাধিক পরিবারের বসতঘর ফেঁটে চৌচির হয়ে যায়। রবিবার দুপুরে সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে কর্তৃপক্ষের কাছে ক্ষতিপূরণের দাবি জানান ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।

হিন্দুস্থান সমাচার / গোবিন্দ




 

 rajesh pande