বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া আক্রমণ নাড্ডার
কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.): ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি শ্রী জগৎ প্রকাশ নাড্ডা রবিবার সকালে
বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে কড়া আক্রমণ নাড্ডার


কলকাতা, ২৮ এপ্রিল (হি.স.): ভারতীয় জনতা পার্টির জাতীয় সভাপতি শ্রী জগৎ প্রকাশ নাড্ডা রবিবার সকালে পশ্চিমবঙ্গে এসে প্রথমেই সন্দেশখালিতে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র উদ্ধার নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া আক্রমণ করেন এবং বলেন যে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গে অরাজকতা ছড়িয়ে দিয়েছে।

শ্রী নাড্ডা বলেন, অতীতে আমরা দেখেছি মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের আমলে তৃণমূল কংগ্রেসের শাহজাহান শেখের মতো সমাজবিরোধীরা সন্দেশখালিতে নারীদের অস্তিত্বকে আতঙ্কের মুখে ফেলছে। পশ্চিমবঙ্গে নারীরা নিরাপদ নয়, তাদের সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছে। এটি অত্যন্ত উদ্বেগজনক এবং সংবেদনশীল, সেইসাথে কষ্টদায়ক এবং বেদনাদায়ক। সন্দেশখালিতে নারী সম্মান ও সম্ভ্রম এবং তাদের জমি-জায়গা রক্ষায় তদন্তকারী সংস্থার কর্মকর্তারা এলে তাদের ওপর প্রাণঘাতী হামলা চালানো হচ্ছে।

বিজেপির মাননীয় জাতীয় সভাপতি বলেন, মমতা দিদি বাংলায় কী করেছেন? যেখানে রবীন্দ্রসঙ্গীতের সুর শোনা যেত, সেখানে এখন বোমা-পিস্তল পাওয়া যাচ্ছে। খবরে পড়েছি যে, সম্প্রতি সন্দেশখালিতে সিবিআই তিনটি বিদেশি রিভলবার, পুলিশের ব্যবহৃত একটি রিভলভার, একটি বিদেশি পিস্তল, বন্দুক, গুলি ও কার্তুজ উদ্ধার করেছে। এর পাশাপাশি আরও অনেক এমন জিনিস পাওয়া গেছে যা আপত্তিকর। সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, শাহজাহান শেখের সহযোগীর কাছ থেকে অনেক অস্ত্রশস্ত্রও উদ্ধার করা হয়েছে। এটা খুবই উদ্বেগের বিষয়। সন্দেশখালিতে জনসাধারণের নিরাপত্তার জন্য এনএসজি কমান্ডোদেরও নামতে হয়েছে। এ থেকে আমরা বুঝতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পশ্চিমবঙ্গে কীভাবে নৈরাজ্য ছড়াচ্ছে।

শ্রী নাড্ডা বলেন যে মমতা জি জনসাধারণকে ভয় দেখিয়ে, ধমকে, তাদের প্রাণ নিয়ে নির্বাচনে জয়ী হবেন? নেতাজি সুভাষ চন্দ্র বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ এবং মহর্ষি অরবিন্দের মতো মহাপুরুষরা কি এমন বাংলারই স্বপ্ন দেখেছিলেন? মমতা দিদি আপনার যদি মনে করেন এভাবে আপনি নির্বাচনে জয়লাভ করবেন তাহলে সেটা আপনার বড় ভুল হবে। জনগণ আপনাকে উপযুক্ত জবাব দেবে। জনগণের আশীর্বাদে বিজেপি পশ্চিমবঙ্গে ৩৫টিরও বেশি আসন জিতবে। সন্দেশখালি মমতার শাসনের নিষ্ঠুরতা ও বর্বরতার প্রকৃষ্ট উদাহরণ।

মাননীয় জাতীয় সভাপতি বলেন, আজ যখন আমি পশ্চিমবঙ্গ সফরে, তখন আমি এখান থেকে সমস্ত বিজেপি কর্মী ও বাংলার জনসাধারণের কাছে আবেদন করছি যে, সন্দেশখালি নিয়ে সবাই মমতা ব্যানার্জির কাছে জবাব চান। সন্দেশখালিতে অত্যাচারিত হয়েছিলেন এমন একজনকে প্রার্থীপদের জন্য ভোটের টিকিট দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী নারী ক্ষমতায়নের বার্তাকে আরও শক্তিশালী করেছেন। একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে উত্তর দেওয়া হয়েছে যে, এই মহিলারা একা নন, গোটা দেশ তাদের পাশে আছে, গোটা সমাজ তাদের পাশে আছে। তারা ন্যায়বিচার পাবেই। পশ্চিমবঙ্গের মানুষ এর জবাব দেবেই।

হিন্দুস্থান সমাচার / সৌমম্যজিত / সোনালি




 

 rajesh pande